ঢাকা, ০৯ জুলাই- ক্রিকেট মাঠে ক্রিকেটারদের মৃত্যু নতুন কিছু নয়। আঘাতজনিত কারণে ক্যারিয়ার শেষ হয়ে গেছে এমন তালিকাটাও বেশ লম্বা। কিন্তু মাঠের বাইরে অকালে জীবন হারানো ক্রিকেটারদের ব্যাপারটা? সেটা অন্যান্যদের কাছে আজীবনের আক্ষেপে পরিণত হয়। বাংলাদেশের আছে এমন এক আক্ষেপ। এছাড়া বিশ্বজুড়ে সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। মানজারুল ইসলাম রানা ২০০৭ সালের ১৬ মার্চ মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার মানজারুল ইসলাম রানা। মোটরসাইকেলে খুলনার চুকনগরে যাওয়ার পথে দূর্ঘটনার স্বীকার হন তিনি। পরেরদিন পোর্ট অব স্পেনে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ। জয়ও পেয়েছিলো লাল-সবুজ জার্সিধারীরা। সেদিনের ঘটনা উল্লেখ করে রানার প্রিয় বন্ধু, বর্তমান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, কেন যেন মনে হচ্ছিল রানা মাঠেই আমাদের সবার সঙ্গে রয়েছে। রানা ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার যিনি অকালে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশের হয়ে ছয় টেস্টে ২৫৭ রান ও পাঁচ উইকেট এবং ওয়ানডে ২৫ ম্যাচে ৩৩১ রান, উইকেট ২৩। রুনাকো মর্টন ওয়েস্ট ইন্ডিজের রুনাকো মর্টন ২০১২ সালে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। সাবেক এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ঘটনার দিন ম্যাচ খেলে নিজের বাড়ি ফিরছিলেন। কিন্তু ত্রিনিদাদে রাত ১১টার দিকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। মৃত্যুর আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ৫৬ টেস্টে ১৫১৯ রান ও ১৫ ওয়ানডেতে ৫৭৩ রান করেছেন। এছাড়া টি-টোয়েন্টিতে সাত ম্যাচে ৯৬ রান রয়েছে তার। হ্যান্সি ক্রনিয়ে তিনি একই সঙ্গে বিতর্কিত ও কিংবদন্তি ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার নিষিদ্ধ হয়েছিলেন আজীবন। ক্রিকেট থেকে নির্বাসিত হওয়ার পর কাজ নিয়েছিলেন একটি কোম্পানির হিসাবরক্ষকের। ২০০২ সালে জুনে মাসের এক তারিখে তাকে নিয়ে উড়ে যাওয়া কার্গো প্লেনটি বিধ্বস্ত হয় আউটেনিকা মাউন্টেনের ক্রাডক পীকে। জুয়াড়িরদের সঙ্গে যোগসাজশ এবং প্রমাণের পর তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। সবকিছু স্বীকারও করেছলেন তিনি। কিন্তু কিংবদন্তি বলেই হয়তো গঞ্জনা বেশিদিন সহ্য করতে হয়নি তাকে। প্রকৃতির আমোঘ নিয়তি ফিরিয়ে নিয়েছিলো নিজের কাছে। এই প্রোটিয়া ক্রিকেটার ৬৮ টেস্টে ছয়টি সেঞ্চুরি ও ২৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ৩৭১৪ রান করেছিলেন। বল হাতে নিয়েছিলেন ৪৩ উইকেট। এছাড়া ১৮৮ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও ৩৯ হাফ সেঞ্চুরি মিলিয়ে ৫৫৬৫ রান রয়েছে ক্রনিয়ের। এই ফরম্যাটে উইকেট নিয়েছেন ১১৪। বেন হোলিওকে ইংলিশ ক্রিকেটার বেন হোলিওকে ২৪ বছর বয়সে ২০০২ সালে অস্ট্রেলিয়ায় সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ওই সময় তার বান্ধবীও সঙ্গে ছিলেন। ভাগ্যের জোরে বেঁচে গেলেও দারুণভাবে আহত হন তার বান্ধবী। বেন ইংলিশ জাতীয় দলের হয়ে দুটি টেস্ট ও ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। আর/০৭:১৪/০৯ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uX5m2L
July 09, 2017 at 01:41PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন