ঢাকা::
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ আসলাম হোসেন ওরফে রাশেদকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোরের সিংড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে বলা হয়, ভোর সাড়ে পাঁচটার দিকে সিংড়া বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, বগুড়া জেলা পুলিশ, নাটোর জেলা পুলিশ এই অভিযানে অংশ নেয়। রাশেদকে ঢাকায় আনা হচ্ছে।
গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে সশস্ত্র হামলা চালায় পাঁচ জঙ্গি। জঙ্গিরা নয়জন ইতালিয়ান, সাতজন জাপানি, একজন ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের ফারাজ আইয়াজ হোসেন, অবিন্তা কবীর, ইশরাত আখন্দ এবং দুজন পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে নির্মমভাবে হত্যা করে। পরদিন সকালে সেখানে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গি।
হলি আর্টিজান বেকারিতে হামলার মূল পরিকল্পনাকারীসহ বিভিন্ন পর্যায়ে নব্য জেএমবির ২১ জন জড়িত থাকার তথ্য-উপাত্ত পেয়েছেন তদন্তকারীরা। তাদের মধ্যে অন্তত ১৫ জন গত এক বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে নিহত হয়। তিনজন কারাগারে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2h7xnmx
July 28, 2017 at 10:11AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন