কলকাতা, ১৩ জুলাই- ২১ জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী৷বুধবার শহীদ ধর্মতলায় আয়োজিত এক সভায় তিনি বলেন, ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার তদন্তের কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজও সেই তদন্তের কোনও রিপোর্ট পাওয়া গেল না।সেদিন যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের পরিবারের কাউকে চাকরি না দিয়ে মুখ্যমন্ত্রী দোষীদের জায়গা দিয়েছেন তাঁর মন্ত্রীসভায়৷ কন্যাশ্রী প্রকল্প নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন অধীর চৌধুরি৷ তিনি বলেন, দেশের মধ্যে আরও ১৩টি রাজ্যে এই প্রকল্প রয়েছে। কোনও রাজ্য এত ঢাকঢোল পিটিয়ে প্রকল্পটির প্রচার করে না। এছাড়াও এই প্রকল্পটি বাস্তবে কেন্দ্রীয় সরকারের। রাজ্য সরকার নাম বদল করে চালাচ্ছে। এতদিন বিজেপি নেতাদের অভিযোগ ছিল কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার বিজেপির সুর শোনা গেল কংগ্রেস নেতার গলায়৷ আর/১২:১৪/১৩ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tfwf0O
July 13, 2017 at 06:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top