সুরমা টাইমস ডেস্ক: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বিএনপি সম্পের্ক আমি কোনো মন্তব্য করতে চাই না। তারা সব সময় আনরিয়েলেস্টিক (বাস্তবতা বিবর্জিত) কথা বলে। আই ডোন্ট কেয়ার। বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণে অনিয়ম হচ্ছে বিএনপি এমন অভিযোগ প্রসঙ্গে শুক্রবার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে তিনি এমন মন্তব্য করেন।
বিকেলে ফেঞ্চুগঞ্জের ইসলামপুরে বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন মুহিত। এসময় তিনি বলেন, দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। খাদ্যের কোনো অভাব নেই। বিদেশ থেকেও চাল আমদানি করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় যথেষ্ট পরিমান খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে ত্রাণ বিতরণের পূর্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী, সাংসদ কেয়া চৌধুরী, মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sUGFTi
July 07, 2017 at 08:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন