নিউইর্য়ক, ২২ জুলাই- বহু তরুণীর হৃদয় ভেঙে বলিউড সুপারস্টার আনুশকা শর্মার হাতে হাত রেখেছেন মোস্ট এলিজেবল ব্যাচেলর ভারত অধিনায়ক বিরাট কোহলি। শুরুতে লুকোছাপা থাকলেও দুজনের প্রেমকাহিনী এখন সর্বজনবিদিত! সম্প্রতি নিউইর্য়কের রাস্তায় হাতেহাত ধরে ঘুরতে দেখা গেছে কোহলি-আনুশকাকে। ক্রিকেট-বলিউড জুটির দুর্দান্ত প্রেমপর্বে মজে গেছে আমজনতাও। প্রেমিকার সঙ্গে ঝটিকা সফর শেষে দেশে ফিরে গত বুধবার দলের সাথে শ্রীলঙ্কা সফরে গেছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে প্রেমিকা আনুশকা শর্মাকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাতে যান ক্যাপ্টেন কোহলি। নিউইর্য়কে প্রাচীন মিউজিয়ামেও এক সঙ্গে দেখা গেছে কোহলি-আনুশকাকে। ৯০ দশকের ড্রেসে দেখা যায় দুজনকে। হাই-ওয়েস্ট জিনসের সঙ্গে আনুশকার পরনে ছিল নাইটেড সোয়েটার-টপ। আর কোহলি পড়েছিলেন ক্যাজুয়াল টি-শার্ট ও জিনস। দুজনকে শপিং করতেও দেখা গেছে নিউইর্য়কে। লেডি লাভ এর সঙ্গে ছবিও পোস্ট করেছেন কোহলি। এর আগে চলতি বছরের শুরুতেই উত্তরখাণ্ডে রোমান্টিক মুডে দেখা গিয়েছিল ক্রিকেট-বলিউডের এই জুটিকে। শোনা গিয়েছিল, দেরাদুনে নাকি তারা এনগেজমেন্টা সেরে ফেলেছেন! যদিও পরে এটা গুজব বলে উড়িয়ে দেন স্বয়ং কোহলি। এনগেজমেন্টের খবর উড়িয়ে দিলেও তাদের ভালোবাসার কথা এখন আর অস্বীকার করেন কোহলি-আনুশকা কেউই। আনুশকার সঙ্গে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কোহলি। যেখানে আনুশকাকে হার্ট বলে উল্লেখ করেন প্রায়ই। একসঙ্গে জনসমক্ষে আসতেও এখন আর সংকোচ বোধ করেন না তারা। মে মাসে শচীন টেন্ডুলকারের জীবন নিয়ে নির্মিত ফিল্ম শচীন: আ বিলিয়ন ড্রিমস এর প্রিমিয়ারে সস্ত্রীক শচীনের সঙ্গে আনুশকাকে পাশে নিয়ে উপস্থিত ছিলেন কোহলি। ছিলেন যুবরাজ সিংয়ের বিয়েতেও। কোথাও বেড়াতে গেলে একসঙ্গে থাকছেনও। খালি বিয়েটা এখন বাকী। কোহলি-আনুশকার প্রেমকাহিনী প্রথম প্রকাশ্যে আসে ২০১৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত ইন্ডিয়ান সুপার লিগে। পরের মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ইতিহাসের দ্রুততম ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করে আনুশকাকে ব্যাট দিয়ে ফ্লাইং কিস দিয়েছিলেন কোহলি। সেদিন অবশ্য কোনো সেঞ্চুরির দেখা পাননি কোহলি। ৫৩ রান করে আউট হয়ে যান। তার সাথে আউট হয়ে যায় তাদের প্রেমকাহিনীও। কোহলি আনুশকার লাভস্টোরি শুরু হয়েছিল এক টিভি বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। তার পর থেকে ডেটিংয়ে যান দুজনে। এর পর সময় যত গড়িয়েছে প্রেম আরও জমাট বেঁধেছে। ২০১৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে মুম্বাইতে আনুশকার ফ্ল্যাটে ছিলেন কোহলি। পরে আনুশকার শুটিং সেটেও পৌঁছে যান তিনি। শ্রীলঙ্কায় বম্বে ভেলভেট এর শুটিং সেটে উপস্থিত হয়েছিলেন। এছাড়া আনুশকার ২৬ তম জন্মদিনে উদয়পুরে পর্দা কাঁপানো ছবি পিকের শুটিংয়ে প্রেমিকার পাশে ছিলেন কোহলি। এমএ/ ১০:১৬/ ২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tz7YIb
July 23, 2017 at 04:16AM
22 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top