রিয়াদ, ২৯ জুলাই-প্রবাসী বাংলাদেশিরা অবৈধ কাজে জড়িত হয়ে দেশের সম্মান ক্ষুণ্ন করবেন না। অবৈধ প্রবাসীরা দেশে ফেরত গেলে আবার সৌদি আরবে ফেরত আসার সুযোগ পাবেন। সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফিরতে এমনভাবে আহ্বান জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। সৌদি আরবের দাম্মামে সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ সোসাইটি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। শুক্রবার বাংলাদেশ দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোলাম মসিহ বলেন, প্রবাসীরা যেন হয়রানি ছাড়া পাসপোর্ট পেতে পারে, তার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সেবা দিচ্ছে। একইসঙ্গে প্রবাসীদের লাইফ ইন্স্যুরেন্স দেওয়ার জন্য চেষ্টা করছে বলেও তিনি জানান। বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানিতে ইসাদ ও ইমদাদের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান কোম্পানি দুটির কর্মকর্তারা। তারা রাষ্ট্রদূতকে জানান, আরবি ও ইংরেজির ওপর কর্মীদের ন্যূনতম জ্ঞান থাকলে কাজের সুবিধা হয়। ইমদাদ কোম্পানির সঙ্গে আলোচনাকালে তারা প্রকৌশলী জ্ঞানসম্পন্ন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও ড্রাইভার নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে এ ব্যাপারে রাষ্ট্রদূতের সহযোগিতা চান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মাদ সারওয়ার আলম, প্রথম সচিব মোহাম্মাদ আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব মোহাম্মাদ ফকরুল ইসলাম, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আব্দুল ওয়াহাব প্রমুখ। এমএ/ ০৭:৪০/ ২৯ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tRlXcA
July 29, 2017 at 01:42PM
29 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top