ইসলামাবাদ,০৮ জুলাই- তাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর আশায় আরো একবার প্রত্যাখ্যানের শিকার পাকিস্তান! সেই ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তান থেকে নির্বাসিত আন্তর্জাতিক ক্রিকেট। একমাত্র জিম্বাবুয়ে একবার সেই দেশ সফর করেছিল। কিন্তু অন্য কোনো দেশকেই নানা তৎপরতা চালিয়েও পাকিস্তানে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আরেকটা প্রচেষ্টা তারা চালালো। সেটিও আবার সেই শ্রীলঙ্কা দলের সঙ্গে যাদের উপরই ঘটেছিল সন্ত্রাসী হামলার ঘটনা। কিন্তু পাকিস্তানের দেওয়া প্রস্তাবে রাজি হয়নি শ্রীলঙ্কা। প্রত্যাখ্যান করেছে সেই প্রস্তাব। অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কাকে সীমিত ওভারের সিরিজ খেলতে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান। ২০০৯ সালে ওই সন্ত্রাসী হামলার পর থেকে সংযুক্ত আরব-আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে বেছে নিতে হয়েছে পাকিস্তানকে। বড় কোনো দেশ পাকিস্তান সফর তো করছেই না, আইসিসিরও সুনজর নেই তাদের প্রতি। ২০১১ বিশ্বকাপ যেমন- ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানে হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত নাম কাটা পড়ে পাকিস্তানের। কারণ শুধু একটিই- দেশটির নিরাপত্তা সমস্যা। শ্রীলঙ্কার বিপক্ষে পরিকল্পিত টেস্ট, ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ পাকিস্তানকে খেলতে হবে আমিরাতেই। তবে ২০১৫ সালে জিম্বাবুয়েকে একবার পাশে পায় পাকিস্তান। সেটিও অনেক অর্থের বিনিময়ে। সর্বশেষ নিজেদের মাঠে পাকিস্তান সুপার লিগের ফাইনাল আয়োজন করে পিসিবি। সফল সেই আয়োজনের কথা উল্লেখ করে অন্য দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করে তারা। তারপরও কেউ আসলে এখনই পাকিস্তানে যেতে আগ্রহী নয়। তারপরও পিসিবি ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই আশায় যে তারা সফল হবেই। সেপ্টেম্বরে ওয়ার্ল্ড একাদশ খেলবে পাকিস্তানে। যার সকল প্রস্তুতি সেরে রেখেছে পাকিস্তান। এরপর তারা অন্য বোর্ডগুলোর সঙ্গে আবারো আলোচনা চালাবে বলে জানিয়েছে পিসিবি। এআর/১৭:১৫/০৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sIspNg
July 04, 2017 at 11:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top