লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজের হাত ধরে ক্লাব বার্সা এগিয়ে যাচ্ছে বহুদূর। তাদের কল্যাণে ন্যু ক্যাম্প আগের চেয়ে বহুগুণ শক্তিশালী। তাই প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলো চাচ্ছে যে কোন মূল্যে ফাটল ধরুক বার্সা শিবিরে। আর সে জন্যই নেইমার-মেসি কিংবা সুয়ারেজদের নিয়ে তাদের যত পরিকল্পনা। এদিকে বার্সাও আছে মহা বিপদে! কর-কাণ্ড নিয়ে কখনো মেসি, কখনও আবার নেইমার অতিষ্ট হয়ে পড়েন। কাতালান ক্লাবটি ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান তারা। এবার তেমন কোনো ঘটনা নয়। নেইমারের পরিবারের ইচ্ছাতেই নাকি বার্সা ছাড়তে চান নেইমার। যেতে চান পিএসজিতে। বার্সেলোনায় মেসির ছায়ায় রয়েছেন নেইমার। বিশ্বসেরা হতে হলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কোনো এক ক্লাবের প্রধান খেলোয়াড় (প্রাণভোমরা) হিসেবেই খেলতে হবে। সে কারণেই বার্সা ছাড়ার বাসনা নেইমারের! বন্ধুদের নাকি জানিয়ে রেখেছেন, পিএসজিতে যাচ্ছেন তিনি। মারকিনিয়োস, লুকাস মৌরা, থিয়াগো সিলভা আগে থেকেই পিএসজিতে খেলছেন। সম্প্রতি জুভেন্তাস ছেড়ে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছেন দানি আলভেজ। ব্রাজিল জাতীয় দলের এই বন্ধুদের সঙ্গে খেলতে চান নেইমার। দাবি ব্রাজিলিয়ান মিডিয়ার। ২০১৬ সালেই নেইমারকে পেতে মরিয়া ছিল পিএসজি। এবার তো কোনো বাধা সামনে রাখতে চায় না তারা। ২২২ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ দিয়ে হলেও নেইমারকে দলে ভেড়াতে প্রস্তুত ফরাসি জায়ান্টরা। নেইমারকে পেতে এতটা এগিয়েছে কেন পিএসজি? উত্তর সহজ- চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় তারা। এর জন্য অন্তত বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়কে দলে টানতে চায় ফরাসি ক্লাবটি। পিএসজির স্প্যানিশ কোচ উনাই এমরি জানালেন এমনটাই। এমরির ভাষায়, বিশ্বের সেরা খেলোয়াড়দের চাই; যারা বিভিন্ন ক্লাবে সেরার ভূমিকায় রয়েছে। আমরা যদি বায়ার্ন-বার্সা-রিয়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাহলে অন্তত বিশ্বসেরা ৫ ফুটবলার থাকতে হবে পিএসজিতে। এই গ্রীষ্মে অন্তত একজনকে চাই। সেই একজনই কি নেইমার? সেটাই দেখার বিষয়! আর/১০:১৪/২০ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uMX2H4
July 21, 2017 at 04:28AM
20 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top