ঢাকা, ১৬ জুলাই- চারদিক বরফে ঢাকা। হাড় কাঁপানো ঠাণ্ডা আবহাওয়া। মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্য দিয়ে গাড়িতে প্লেটোরোজা পাহাড়ে উঠি। এরপর সেখানে একটি রোমান্টিক গানের শুটিং হয়। আমি গাউন পরা ছিলাম, শাকিব ব্লেজার পরা। এমন কনকনে ঠাণ্ডার মধ্যে আমাদের গানের সাথে ঠোঁট মেলাতে হয়েছে, নাচতে হয়েছে, এক্সপ্রেশন দিতে হয়েছে। এভাবেই সুইজারল্যান্ডে রংবাজ সিনেমার গানের শুটিং করার অভিজ্ঞতা শেয়ার করলেন শবনম বুবলী। রংবাজ সিনেমায় বুবলীর নায়ক শাকিব খান। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল পায়নি। কোরবানির ঈদে মুক্তির মিছিলে আছে এখন। এ প্রসঙ্গে বুবলী আরও বলেন,রংবাজ বিগ বাজেটের ছবি। কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এ দেশের লোকাল প্রডাকশনে বিনিয়োগ করেছে। ছবির শুটিং শেষ করে ডাবিং, এডিটিং সব কিছু শেষ হয়েছে ঈদের দুই দিন আগেই। তখন টিজার, ট্রেলার, গান ছাড়ার সময়ও ছিল না। প্রচারণাও হয়নি সেভাবে। তাই বাধ্য হয়ে নির্মাতা সূত্র থেকে সিদ্ধান্ত নেয়া হয় ছবিটি পরবর্তী ঈদে মুক্তি দেয়ার। এ ছাড়াও বুবলী অভিনীত আরেক ছবি অহংকার মুক্তি পাওয়ার কথা কোরবানি ঈদে। এই সিনেমারও নায়ক শাকিব। আর/১৭:১৪/১৬ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t3VbsU
July 17, 2017 at 12:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন