রেইনট্রিতে ধর্ষণ: অভিযোগ গঠনের শুনানি ১৩ জুলাই

aঢাকা::

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ১৩ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক শফিউল আজম এ দিন ধার্য করেন।

আজ মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে দিন ধার্য ছিল। কিন্তু মামলার অন্যতম আসামি নাঈম আশরাফের আইনজীবী এম এ বিএম খায়রুল ইসলাম লিটন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য প্রস্তুত নয় জানিয়ে সময় আবেদন করেন। অন্যান্য আসামিদের পক্ষেও সময় আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে এসে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় তারা বনানী থানায় ধর্ষণের অভিযোগে পাঁচজনকে আসামি করে মামলা করেন।

৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দোলোয়ার হোসেনের আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমত আরা এমি। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৪৭ জনকে।

অভিযুক্ত পাঁচজন হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tvgoPb

July 09, 2017 at 01:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top