মুম্বাই, ১৫ জুলাই- প্রায় ছবিতে নতুন নতুন কিছু ট্রাই করেন অক্ষয়। কখনও নৌ অফিসার তো কখনও রোবট, আবার কখনও উকিলের ভূমিকায় দেখা গেছে তাঁকে। আর এবার নাকি বাঙালিবাবুর ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। আপকামিং ছবি গোল্ডে বাঙালির ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবিতে হকি খেলোয়াড় বলবীর সিংয়ের জীবন তুলে ধরা হয়েছে। দেশের স্বাধীনতার পর প্রথম অলিম্পিক ছিল ১৯৪৮ সালে। লন্ডনে বসেছিল সেই অলিম্পিকের আসর। তাতে ভারতের যে হকি টিম অংশ নিয়েছিল সেই টিমে ছিলেন বলবীর। স্বাধীন ভারতের হয়ে ওই টিম প্রথম সোনা জেতে। এই গোটা বিষয়টি দেখানো হবে গোল্ড ছবিতে। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়ে গেছে। আর শুটিং সেট থেকেই সম্প্রতি ফাঁস হয়ে গেছে একটি ছবি। যেখানে অক্ষয়কে বাঙালির ভূমিকায় দেখতে পাওয়া গেছে। তাঁর পরনে রয়েছে ধুতি-পাঞ্জাবি। বাঙালিবাবুর মতোই আঁচড়ানো রয়েছে তাঁর চুল। হাতে মাইক। সম্ভবত অক্ষয়ের রিহার্সাল দেওয়ার ছবি এটি। তবে সেটে তিনি একা ছিলেন না। ছিলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মৌনি রয়। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পরদায় আত্মপ্রকাশ করছেন তিনি। ছবিতে শাড়ি পরতে দেখা গেছে তাঁকে। জানা গেছে, ছবিতে নাকি বাংলা বলবেন অক্ষয়। আর এই কারণে রীতিমতো বাংলাও শিখছেন তিনি। সেটের মধ্যেই তাঁর জন্য একজন কোচকে রাখা হয়েছে। যিনি বাংলা শেখাচ্ছেন অক্ষয়কে। কিন্তু, ছবিতে তাঁর চরিত্রটি আসলে কী হবে সেটা আপাতত আড়ালে রাখা হয়েছে। তবে অক্ষয়ের কস্টিউমের মধ্যে দিয়ে যাতে ৪০-এর দশককে ফুটিয়ে তোলা যায় সে চেষ্টাই করছেন ফ্যাশন ডিজ়াইনাররা। ছবিটি পরিচালনা করছেন রিমা কাটগি। সব ঠিক থাকলে ২০১৮-র স্বাধীনতা দিবসে মুক্তি পাবে ছবিটি।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tVzEnn
July 15, 2017 at 04:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন