খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন আগামী ১৬ আগস্ট।।

সুুরমা টাইমস ডেস্ক::

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২ জুলাই) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করায় বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে গত বছরের ৩০ নভেম্বর জামিন নেন। গত বছরের ১৮ জুন মামলাটি বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি মামলা করেন। পরবর্তী সময়ে ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t62lza

July 02, 2017 at 10:20PM
02 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top