ঢাকা, ০৬ জুলাই- সর্বশেষ কবে দুই ম্যাচের বেশি টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ? কিংবা তিন ম্যাচের বেশি ওয়ানডে সিরিজ? উত্তর খুঁজতে অনেক অতীতেই যেতে হবে। অপরদিকে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতও নিয়মিত তিন থেকে পাঁচ ম্যাচের সিরিজ খেলে থাকে। তবে এ বৈষম্য খুব বেশিদিন থাকছে না বাংলাদেশের সঙ্গে। আইসিসির সর্বশেষ সভার আলোচনা থেকে বড় দলগুলোর সমান ম্যাচ পাবে বলে আশ্বাস পেয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুজন। সেখানে আইসিসিতে প্রস্তাবিত নিয়মে বাংলাদেশের ম্যাচ কেমন হতে পারে তা নিয়ে বিস্তারিত বললেন বিসিবির এই কর্মকর্তা। সুজন বলেন, প্রত্যেকটা দলই চায় তাদের চেয়ে শক্তিশালী দলের সঙ্গে খেলতে। এ বিষয়টি নিশ্চিত করতে আইসিসি কাজ করছে। প্রতিটি বোর্ড আইসিসির সঙ্গে মিলে কাজ করছে। পূর্ণাঙ্গ প্রস্তাবনাটা পেলে আমরা সেটা নিয়ে মন্তব্য করতে পারবো। পূর্ণাঙ্গ প্রস্তাবনাটা আমাদের দেয়া হবে। তারপর এটা নিয়ে কথা বলবো। আপাতত এটা আলোচনার পর্যায়ে আছে। তবে এরই মধ্যে আমরা যে নিশ্চয়তা পেয়েছি সেটা হলো- প্রতিটি দলের ম্যাচসংখ্যা সমান হবে। আইসিসির নতুন নিয়মে আসলেই কি লাভবান হবে বাংলাদেশ? প্রশ্নের উত্তরটা সুজন দিতে না পারলেও জানান এখন থেকে নিয়মিতই ক্রিকেট খেলতে পারবে বাংলাদেশ। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর প্রায় ১৪ মাস পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দীর্ঘ এ বিরতির জন্য খেলোয়াড়দের মনেও ক্ষোভ কাজ করেছিল। তবে আগামীতে এমন দীর্ঘ বিরতিতে পড়তে হবেনা বলে জানান বিসিবির প্রধান নির্বাহী সুজন,আমাদের যেটা আশ্বস্ত করা হয়েছে, সেটা হলো নিয়মিত খেলা হবে। আগে দেখা যেতো দীর্ঘ সময় পার হয়ে যেতো, সেটা হবে না। নিয়মিত খেলা হবে, এ রকম বিষয়ে আশ্বাস দেয়া হয়েছে। আমাদের যে বিষয়ে নিশ্চয়তা নিতে হবে, সেটা হলো সবার সঙ্গে যাতে খেলা থাকে। আমরা এটা নিয়েই চিন্তা করছি। এ রকম এটা সিস্টেম আমরা চাই। ২০০০ সালে টেস্ট ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় পা রাখার পর দীর্ঘ ১৭ বছরে মাত্র ১০০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। অপরদিকে ক্রিকেটবিশ্বের অধিকাংশ দলগুলো এ সময়ে টেস্ট খেলেছে দ্বিগুণেরও বেশি। কিছু দলের ক্ষেত্রে তা প্রায় তিনগুন। তবে প্রস্তাবিত নতুন নিয়মে বড় দেশগুলোর প্রায় সমান পরিমাণ ম্যাচ পাবে বাংলাদেশ। আর/১৭:১৪/০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tUtUx0
July 07, 2017 at 12:07AM
06 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top