সহায়ক সরকারের আলোচনা ছাড়া রোডম্যাপ ঘােষণা করে সংকট নিরসন হবে না-মির্জা ফখরুল।

সুরমা টাইমস ডেস্ক: সহায়ক সরকারের আলোচনা ছাড়া রোডম্যাপ ঘােষণা করে সংকট নিরসন হবে না। এ কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (১৬ জুলাই) দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনের রোডম্যাপ প্রকাশের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনের রোডই যেখানে দেখা যাচ্ছে না, সেখানে ম্যাপ ঘোষণা করে কী হবে। মির্জা ফখরুল জানান, দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হবে । এর আগে (১৬ জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2v6wkWV

July 16, 2017 at 09:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top