ঢাকা, ০৭ জুলাই- আসছে ঈদুল আযহাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন সিনেমা নূর জাহান। জাজ মাল্টিমিডিয়ার সাথে আরো প্রযোজনায় আছে ওপার বাংলার রাজ চক্রবর্তী প্রোডাকশন্স এবং সহ প্রযোজনায় শী ভেঙ্কটশ ফিল্মস। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া তার ফেসবুক পেজে নূর জাহান এর ফার্সট লুক পোস্টার প্রকাশ করে। জাজ মাল্টিমিডিয়া প্রকাশিত ফার্সট লুক পোস্টারে সহ প্রযোজনা প্রতিষ্ঠানের হিসেবে রাজ চক্রবর্তী প্রোডাকশন্সনের নাম উল্লেখ করা হয়। কিন্তু শ্রী ভেঙ্কটশ ফিল্মস এর ফেসবুক পেজে প্রকাশিত পোস্টারে জাজের নাম কোথাও উল্লেখ করা হয়নি। এ ঘটনায় জাজ ও ভেঙ্কটশের ফেসবুক পেজে ব্যপক সমালোচনার ঝড় ওঠে। ফেসবুক পেজে মন্তব্যকারীদের কিছু উল্লেখযোগ্য মন্তব্য বিডি২৪লাইভ এর পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হল: মামুন রহমান নামে একজন ফলোয়ার লেখেন, এই পোস্টারে জাজের নাম নাই কোথাও। আর স্ট্যাটাসেও জাজের নাম উল্লেখ নাই। অথচ জাজের পেজে তো ঠিকই ভেঙ্কটশের নাম উল্লেখ করেছে। জাজ যৌথ প্রযোজনার নিয়ম মানলেও ওরা তো মানে না। সায়েম হাসান নামে একজন লেখেন, জাজের পোস্টে ভারতের সব প্রযোজনা প্রতিষ্ঠানের নাম উল্লেখ আছে। তাহলে আপনাদের পোস্টে জাজের নাম নাই কেন? ভাল না লাগলে কাজ করবেন না বাংলাদেশের সাথে। আমাদের দেশের শিল্পীদের দাম নাই নাকি আপনাদের কাছে?? তো আপনি উল্লেখ করেন না কেন? যদি ভাল না লাগে কাজ কইরেন না, এত যৌথ প্রতারণার দরকার নাই। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রহিম হাসান নামে এক ফলোয়ার লিখেন, এরা কোনদিনই যৌথ সিনেমাতে বাংলাদেশের নাম উল্লেখ করে না তারা শুধু তাদের নিজের দেশের নাম ব্যবহার করে।বাংলাদেশ কিন্তু ২ দেশের নামই ব্যবহার করে। সাকিব নামে একজন লেখেন, জাজের নাম না দেয়ায় জাজকে খুবই ছোট করা হয়েছে। অবাক সূর্যদ্বয় নামে এক ফলোয়ার লেখেন, এগুলো কি হচ্ছে! এটা কি করলো ভেঙ্কটশ? জাজের নাম নাই কি জন্যে?? এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sOrIHu
July 08, 2017 at 01:53AM
07 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top