দাউদকান্দিতে কর্তব্যরত অবস্থায় পুলিশের মৃত্যু

দাউদকান্দি প্রতিনিধি ● ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে  কর্তব্যরত অবস্থায়  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার গভীর রাতে  মোঃ সাইফুল ইসলাম (৫৩) নামে  এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। তিনি উপজেলার গৌরীপুর পুলিশ ফাঁড়ির অধীনে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার শ্রীরামপুর গ্রামে।

গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ফাঁড়িতে কর্মরত সাইফুল ইসলাম শনিবার  রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর আমিরাবাদ থেকে রাবেয়া সিএনজি ষ্টেশন পর্যন্ত এলাকায় কর্তব্যরত থাকাকালে রাত আড়াইটায়  বুকের ব্যাথা অনুভব করে। এসময় পেট্রোল ডিউটিতে থাকা তার সহকর্মী  এস.আই মোঃ ইয়ামিন সুমন তাকে দ্রুত দাউদকান্দির  গৌরীপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ আরো কুমিল্লার বার্তা ডটকমকে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয় বলে চিকিৎসক প্রাথমিকভাবে ধারনা করছে। গতকাল রবিবার বেলা ১১ টায় কুমিল্লা পুলিশ লাইনস্ মাঠে জানাজা শেষে কনস্টেবল সাইফুল ইসলামের লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।

জানাজায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন, কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ সহ পুলিশ লাইনের অনেক পুলিশ সদস্য অংশ নেয়।

The post দাউদকান্দিতে কর্তব্যরত অবস্থায় পুলিশের মৃত্যু appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2t4GdTe

July 16, 2017 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top