নয়া দিল্লি,০৪ জুলাই- ক্যারিয়ারে উথান-পতন তো থাকবেই, তাই বলে খেলা ছেড়ে মাঠে কৃষি কাজে নামতে হবে! এমন ঘটনা দেখা গেছে ভারতে। গত বছর আইএসএলে অসাধারণ ছন্দে পাওয়া গিয়েছিল সি কে বিনীতকে। তারপর এএফসি কাপে বেঙ্গালুরু এফসি-র জার্সিতেও নজর কেড়েছিলেন কেরলের ফুটবলারটি। আই লিগে একটু বর্ণহীন দেখালেও ফেডারেশন কাপের ফাইনালে তাঁর গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি। সেই বিনীতের কাছে এই মরসুমে এখনও কোনও আইএসএলের ফ্রাঞ্চাইজি টিম বা আই লিগ ক্লাবের প্রস্তাব নেই, দাবি ২৯ বছরের ফুটবলারটির! ২০১৪ থেকে বেঙ্গালুরু এফসিতে খেলছেন বিনীত। আই লিগ থেকে ফেডারেশন কাপ বেঙ্গালুরুর জার্সিতে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে বিনীতকে। গতবছর ফেডারেশন কাপ জয়ী বেঙ্গালুরু এফসি এই মরসুমে আইএসএলে যোগ দিয়েছে। সুনীল ছেত্রী, উদান্ত সিংহদের পুনরায় চুক্তি করালেও বেঙ্গালুরু কর্তৃপক্ষ এখনও বিনীতের সঙ্গে কোনও কথা বলেননি বলে দাবি তাঁর। সোমবার বিনীতকে যখন ফোনে ধরা হল তখন তিনি গাড়ী চালিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়ী রাস্তার ধারে দাঁড় করিয়ে নিজের হতাশা উগড়ে দেন। বলছিলেন, এখনও আমার সঙ্গে বেঙ্গালুরু কোনও কথা বলেনি। সত্যি কথা বলতে আমার কাছে সে অর্থে কোনও ক্লাবেরই প্রস্তাব নেই। জানি না কী করব! তবে আইএসএলে খেলারই ইচ্ছে আছে। গতবার তো আপনি ভাল পারফরম্যান্স করেছিলেন আইএসএলে। তবু এবছর টিম পাচ্ছেন না? এটা কি মানা যায়? এবার হেসে ফেলেন বিনীত। বলেন, গতবার কী করেছি, সে কথা কেউ মনে রাখে না। আই লিগটা ভাল খেলতে পারিনি। চোটও পেয়ে গেলাম ফেডকাপ ফাইনালে। কে জানে এই কারণেই হয়তো আমাকে কেউ ডাকছে না। স্পোর্টসম্যান হয়ে এত তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ছেন? হতাশা নয়। তবে খারাপ লাগা তো থাকেই। আপনারা জানেন, আমার চাকরিটাও নেই। এই নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি। কিন্তু কোনও লাভ হয়নি এখনও। চাকরি নেই। টিমও নেই আপাতত। একটা খারাপ লাগা তো থেকেই যায়। এর সঙ্গেই বিনীত যোগ করেন, তবে আমি আশাবাদী। জানি কোনও না কোনও দল আমাকে ডাকবেই। তখন নিজেকে আবার প্রমাণ করতে হবে। লড়াই করাটা ফুটবলারদের জীবনের একটি অঙ্গ বললে অত্যুক্তি হবে না। ফুটবলার হিসেবে তিনি যত বড়ই মাপের হন না কেন, বাড়িতে থাকার সময় একদম অন্য মেজাজে পাওয়া যায় তাঁকে। এমনকী, মাঠে চাষ করতে নামার আগেও দুবার ভাবেন না। ফুটবল খেলাটা বেশি সহজ না মাঠে চাষ করাটা? হাসতে হাসতে বিনীত বলে দিলেন, যে কোনও কাজ ভালবেসে করলে সবটাই সহজ মনে হয়। এআর/২০:২০/০৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tm5CJc
July 05, 2017 at 02:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন