নিজস্ব প্রতিবেদক: পূর্ব মিরাবাজারের মডেল স্কুল এন্ড কলেজের সামনে পূর্ব বিরোধের জেরধরে যুবলীগ কর্মী মাহবুবুর রহমান রিজভী (২৮) হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রায়হান আহমদ নামক ওই যুবককে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালী থানার এসআই আবদুল বাতেন জানান, নগরীর দক্ষিণ সুরমার মৌবন এলাকা থেকে রায়হানকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।
জানা যায়, গত ১৮ জুলাই বিকেলে নগরীর মিরাবাজারে জাতীয় ছাত্রসমাজের আবদুর রকিব গ্রুপের সঙ্গে বাকবিতন্ডার সময় মাহবুবুর রহমান রিজভীকে ছুরিকাঘাত করা হয়। তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে গত ১৯ জুলাই ঢাকায় পাঠানো হয়। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। রিজভীর গ্রামের বাড়ী লক্ষীপুরের মাইজদিতে। সে পরিবারের সদস্যদের সাথে নগরীর তোপখানা রোডের একটি বাসায় থাকতো।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2v1yDx9
July 27, 2017 at 11:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন