কাটোয়া, ১৮ জুলাই - বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে কনেযাত্রী বোঝাই গাড়ি উল্টে আহত হলেন ১১ জন। সোমবার দুপুরে কাটোয়ার রামদাসপুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গুরুতর জখম তিন জনকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি গাড়িতে জনা চোদ্দো কনেযাত্রী পূর্বস্থলীর লক্ষ্মীপুর থেকে কাটোয়ার কদমপুকুরে বিয়েবাড়ি যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টা নাগাদ এসটিকেকে রোডে রামদাসপুর মোড়ে বাঁক পেরনোর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। আশঙ্কাজনক অবস্থায় টুসি খাতুন, পারভিনা খাতুন ও বিউটি বিবিকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়। এঁদের প্রত্যেকের বাড়ি পূর্বস্থলীর বাবুলডাঙায়। পুলিশের দাবি, দ্রত গতিতে আসা গাড়িটি বাঁকের কাছে এসে জোরে ব্রেক কষে। স্টিয়ারিং কেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। রামদাসপুর মোড়টি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় দীর্ঘদিন ধরেই রাস্তায় কিছু দূর অন্তর গাড়ি ধীরে চালানোর নির্দেশ দিয়ে বোর্ড ঝোলানো আছে। পুলিশ সূত্রের খবর, বছর দুয়েক আগে ওই এলাকায় ৪টি বড় দুর্ঘটনা ঘটেছিল। যদিও স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সংখ্যা আসলে দ্বিগুনেরও বেশি। ওই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেশি বলেও স্থানীয়দের দাবি। গত বছর শেষে ওই মোড় পরিদর্শনে এসেছিলেন আইজি (ট্রাফিক) মনোজ বর্মা ও পূর্ত দফতরের আধিকারিকেরা। তাঁরা জানান, বাঁকে এক দিকের গাড়ি অন্য দিক থেকে দেখতে না পাওয়ায় দুর্ঘটনা ঘটে বেশি। তাঁদের কথামতো গতি নিয়ন্ত্রণে হাম্প বসানো হয়। কিন্তু লাভ হয়নি। স্থানীয়দের ক্ষোভ, বারবার দুর্ঘটনার পরেও নজরদারি বাড়াতে রাস্তায় সিসিটিভি বা আলোর ব্যবস্থা হয়নি। এ দিন অবশ্য পর্যাপ্ত আলো ও নজরদারির ব্যবস্থা করার আশ্বাস দেন ট্রাফিক ওসি সংগ্রাম মোহিতে। কেএনপি/০৮:১৫/১৮ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tmxbp4
July 19, 2017 at 02:46AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top