নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজার শহরের পৌর বাসস্ট্যান্ড থেকে শনিবার দুপুরে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম সৈয়দ জুনেদ আলী। তিনি সিলেটের ওসমানীনগর থানার সাদীপুর ইউপির সৈয়দপুর গ্রামের বাসিন্দা। ওই ব্যবসায়ী এখন মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রোববার সরেজমিনে হাসপাতালে গেলে চিকিৎসাধীন ব্যবসায়ী সৈয়দ জুনেদ আলী বলেন, শেরপুর নতুনবাজার এলাকায় তার সৈয়দা নাহিদা ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে। আর তাই ব্যবসার কাজে দোকানের মালামাল ক্রয় করতে গত শনিবার সকাল ১০টায় তিনি শ্রীমঙ্গলের উদ্যেশ্যে একটি হবিগঞ্জী বাসে উঠেন। গাড়িটি মৌলভীবাজার পৌর বাসস্ট্যান্ড এলাকায় গেলে এক অপরিচিত লোক আচার ও পানীয় বিক্রি করতে গাড়িতে উঠে। তিনি ওই লোকটির কাছ থেকে এক পুড়িয়া আচার ও পানীয় খেলে তাৎক্ষনিক অচেতন হয়ে পড়েন। জ্ঞান আসলে দেখেন তার সাথে থাকা ৭ লাখ টাকা উধাও হয়ে গেছে। অচেতন অবস্থায় তিনি শ্রীমঙ্গল শহরে গেলে গাড়ির যাত্রী ও শহরের ব্যবসায়ী জ্যোতি পাল ও বিপ্লব পাল-এর সহযোগীতায় শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জুনেদ আলীর বড় ভাই সৈয়দ সওকত আলী বলেন,খবর পেয়ে শ্রীমঙ্গল হাসপাতাল থেকে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে এনে তাকে চিকিৎসা সেবা দিচ্ছি। তার শরীরটা এখনো দুর্বল। সারা শরীরে ব্যথা অনুভব করছে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tfNSCu
July 16, 2017 at 08:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন