ডাম্পারের ধাক্কায় মৃত এক

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল শিলিগুড়িতে। বুধবার দেবীডাঙ্গার বাবুভাষা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অর্জুন গৌতম (৩৩)। বাবুভাষা এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, এদিন প্রাতঃভ্রমণে বের হন অর্জুন। অভিযোগ, সেইসময় একটি বালি ভরতি ডাম্পার এসে পেছন থেকে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অর্জুনের। এতে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। এলাকায় ডাম্পারের দৌরাত্ম্য বন্ধের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। এরপর পুলিশ বিক্ষোভকারীদের বোঝালে তারা অবরোধ তুলে নেয়। কিছুক্ষণ বাদে ফের প্রধাননগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। পরিস্থিতি শান্ত হলে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা রাজু ছেত্রী বলেন, ‘এলাকায় ডাম্পারের দৌরাত্ম্য বেড়ে গিয়েছে। একাধিকবার বিষয়টি প্রধাননগর থানায় জানানো হলেও কোন ব্যবস্থাই করেনি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tqxRtA

July 19, 2017 at 10:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top