নির্বাচনকে সামনে রেখে বিএনপির একেক নেতা একেক রকম কথা বলে- ওবায়দুল কাদের।

সুরমা টাইমস ডেস্ক::
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপির একেক নেতা একেক রকম কথা বলে। তারা বিভিন্ন সময় অন্ধকারে ঢিল ছোড়ে। আমরা বিএনপির মতো অন্ধকারে ঢিল ছুড়ব না। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের পুণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর ৮ জুলাই দলের ওয়ার্কিং কমিটির সভায় এবং পরদিন ৯ জুলাই সংসদ অধিবেশনে এ বিষয়ে আলোচনা হবে। তারপর এ বিষয়ে মন্তব্য করতে হবে।’
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা নদীতে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, সেতুর ম্যানেজার জেন্তা তেবাসহ আরো অনেকে।
কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার নিখোঁজের পর উদ্ধারে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের আগে এ বিষয়ে হুট করে কোনো মন্তব্য করতে চাই না।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tFy8rN

July 04, 2017 at 09:21PM
04 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top