অর্থনীতির ক্রমবর্ধমান উন্নতিতে চিনের চেয়েও এগিয়ে ভারতঃ বিশ্বব্যংক

নয়াদিল্লি, ১৮ জুলাইঃ বিশ্বব্যাংক তাদের সাম্প্রতিকতম রিপোর্টে জানাল ভারত হল বিশ্বে ক্রমবর্ধমান অর্থনীতির শ্রেষ্ঠ উদাহরণ। চিনকে পেছনে ফেলে ভারত চতুর্থ স্থান দখল করে নিয়েছে। যেখানে জিডিপির দিক থেকে চিনের স্থান ১৬ নম্বরে নেমে এসেছে। চিনের অর্থনীতিতে লক্ষ্য করা গিয়েছে ঝিমিয়ে পড়ার ভাব।

সদস্য রাষ্ট্রগুলির আর্থিক অবস্থা নিয়ে এই রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাংক। যেখানে বলা হয়েছে, এবছর ভারতের জিডিপি হতে পারে ৭.২ শতাংশ। নোট বাতিলের পর  সাময়িকভাবে ভারতের অর্থনীতি ঝিমিয়ে গেলেও বর্তমানে রফতানি বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়েছে সরকারি বিনিয়োগ। বেড়েছে ব্যক্তিগত বিনিয়োগও।

হিসেব বলছে, ২০১৭ আর্থিক বছরে ভারতের জিডিপি বাড়তে পারে ৭.২ শতাংশ। পরবর্তী আর্থিক বছরে তা বেড়ে দাঁড়াবে ৭.৫ শতাংশ।

অন্যদিকে, জিডিপির হিসেবে প্রথম ১৫টি অর্থনীতির মধ্যে চিন না থাকায় এবং চিনের ঝিমিয়ে পড়া ভাব গোটা পূর্ব এশিয়ার অর্থনীতিকেই টেনে নামিয়ে দিচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2u4HJrA

July 18, 2017 at 01:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top