মুম্বাই, ২৫ জুলাই- বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। একের পর এক সিনেমায় তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে দর্শক মনে শক্ত জায়গা গড়ে নিয়েছেন তিনি। কিন্তু তার চলার পথ মোটেও সহজ ছিল না। আত্মজীবনীর মাধ্যমে নিজের অজানা কথা ভক্তদের জানানোর সিদ্ধান্ত নিয়েছেন নওয়াজউদ্দিন। দ্য ইনক্রেডিবল লাইফ অব দ্য ড্রামা কিং অব ইন্ডিয়া নামের এই আত্মজীবনীতে সাংবাদিক ঋতুপর্ণা চ্যাটার্জির সঙ্গে তার কথোপকথন তুলে ধরা হবে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। এ প্রসঙ্গে নওয়াজউদ্দিন সংবাদমাধ্যমে বলেন, আমরা প্রায় দুই বছর আগে বইটির কাজ শুরু করেছি। আমি যখন গ্রামে বাস করতাম সেই সময় থেকে শুরু করে অভিনয়শিল্পী হওয়া পর্যন্ত আমার জীবনের বিভিন্ন বিষয় এতে তুলে ধরা হবে। কিছুদিন হলো আমরা বই লেখার কাজ শুরু করেছি এবং দুই মাসের মধ্যে তা প্রকাশিত হবে। যৌথ পরিবারে বসবাস করে একজন কৃষকের ছেলে হয়ে অভিনয়শিল্পী হিসেবে নাম তৈরি করতে কী করতে হয়েছে তা কেউ জানে না। এ ধরনের জীবন ছিল কল্পনাতীত কিন্তু পরিবার ও গ্রামবাসীর সহযোগিতায় আমি আজকে এই অবস্থানে। বইয়ের বিশাল অংশজুড়ে এই বিষয়গুলোই রয়েছে। এছাড়া আমার থিয়েটারের সময় ধারাবাহিকভাবে বর্ণনা করা হয়েছে। আমি মনে করছি, পড়ার জন্য বইটিতে মানুষ অনেক মসলাদার বিষয় পাবেন। সম্প্রতি একটি কাস্টিং এজেন্ট দাবি করেন ফর্সা ও সুদর্শন কেউ এ অভিনেতার সঙ্গে অভিনয় করতে চান না। এ নিয়ে নওয়াজউদ্দিন বলেন, আমার দুর্বলতা কখনো স্বপ্ন ছোঁয়ার পথে বাধা হয়নি। এ ধরনের মন্তব্য আমার কাছে অদ্ভুত মনে হয়েছে। এতে আমরা কীভাবে চিন্তা করি তার প্রতিফলন হয়েছে। আর/১০:১৪/২৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uUGrkl
July 26, 2017 at 05:44AM
25 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top