টরন্টো, ২২ জুলাই- কানাডায় বসবাসরত ফেনীবাসীরা আয়োজন করেছিল এক পিকনিকের। ১৬ জুলাই টরন্টোয় স্কারবোরোর থমসন মেমোরিয়াল পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত এ আয়োজন এক জমজমাট মিলনমেলায় পরিণত হয়। টরন্টো ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত প্রায় দুই শতাধিক ফেনীবাসী পরিবার পরিজনসহ শতস্ফুর্তভাবে এতে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য, নিজ নিজ পরিবারের সদস্যদের মধ্যে তুলে ধরা ও চালু রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্কারবোরোর প্রাণকেন্দ্র থমসন পার্কের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ মিলনমেলায় সকাল এগারটা থেকে অতিথিরা জড়ো হতে শুরু করেন। সকাল গড়িয়ে দুপুর হতেই কানাডাস্থ ফেনীবাসীদের পদচারনায় অনুষ্ঠানস্থল সরগরম হয়ে ওঠে। হরেক রকমের সুস্বাধু খাবারের আয়োজন ছিল মধ্যাহ্নভোজে। ভোজের পর -পরই শিশুরা মেতে উঠে বিভিন্ন খেলাধুলায়। আয়োজন ছিল পুরুষ ও মহিলাদের জন্যও প্রতিযোগিতার। খেলাধুলা পর্ব শেষে গান পরিবেশন করেন মহিউদ্দিন স্বপন ও হামিদুর রহমান পিলু । কৌতুক পরিবেশন করেন ইসমত আরা মোস্তফা। ফেনীর আঞ্চলিক ভাষায় কথা বলে অনুষ্ঠান মাতিয়ে তুলেন মামুন হাজারী। এরপর শুরু হয় আলোচনা পর্বের। খুরশেদ খান এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ভাষা সৈনিক শামসুল হুদা, অধ্যাপক ড. কাজী সদরুল হক, সমাজকর্মী এনামুল হক চৌধুরী, লেখিকা রুমানা চৌধুরী, চাকসুর সাবেক জিএস আজিম উদ্দিন আহমেদ, মো. নাজিম উদ্দিন, মো. আলমগীর প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, প্রবাসে শুধু বয়স্করা বাংলাদেশকে, এর কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য ও বাংলা ভাষাকে ধারণ করলে হবে না। এখানে জন্ম নেওয়া শিশু ও তরুনদের মধ্যেও এই আলো ছড়িয়ে দিতে হবে। পরিবারে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা অব্যহত রাখতে হবে। তাহলেই প্রবাসে বাংলাদেশের যথার্থ প্রতিনিধিত্ব বজায় থাকবে। আলোচনা শেষে খেলাধুলায় ও রাফেল ড্রতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদের মধ্যে পরস্কার বিতরণ করেন ড. কাজী সদরুল হক ও ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাফর। অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন সাংবাদিক, দেশে বিদেশে টেলিভিশন ও পত্রিকার কর্ণধার ফেনীর আদি বাসিন্দা নজরুল মিন্টো। সাপ্তাহিক বাংলা মেইল ও এনআরবি টিভির শহিদুল ইসলাম মিন্টু। আমেরিকার কুর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ক্রিমিওলজি বিভাগের অধ্যাপক মাহফুজ শিপু। বিসিসিবির রিমন মাহমুদ পরিবারের সদস্যরাসহ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আয়োজনে আর্থিক সহায়তা করেন রিয়েলেটর নূর মোহাম্মদ ও মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন খুরশেদ খান, নাসির উদ্দিন, জামাল উদ্দিন, শরিফ উদ্দিন, বাহাউদ্দিন রতন ও মো. হানিফ। আর/১০:১৪/২২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vw3RKm
July 23, 2017 at 04:10AM
22 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top