সেলিব্রেটিদের কতভাবেই না আয় হয়! স্পন্সর কোম্পানিগুলোর সঙ্গে বিভিন্ন পণ্যের দ্যুতিয়ালি চুক্তির টাকা তো আছেই, উক্ত কোম্পানির নামে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবি, মন্তব্য পোস্ট করেও সেলিব্রেটিরা আয় করেন কোটি কোটি টাকা। ক্রিস্তিয়ানো রোনালদোর কথাই ধরুন, ইনস্টাগ্রামে প্রতি পোস্টেই তার আয় ৩ লাখ ১০ হাজার পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় ৩ কোটি ২৩ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা! সম্প্রতি জমজ সন্তানের বাবা হয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা। সেই দুই সন্তান উপহার পেতে গর্ভভাড়া হিসেবে রোনালদোর ব্যয় হয়েছে ২ লাখ ইউরো বা ১ কোটি ৮৪ লাখ টাকা। সেই দুই সন্তানকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করেই রোনালদোর পকেটে ঢুকছে এই টাকা! দুই নবজাতক রোনালদোকে শুধু পিতৃ সুখের স্বর্গীয় স্বাদই দেয়নি, ফুলিয়ে-ফাপিয়ে তুলছে বাবার ব্যাংক অ্যাকাউন্টও। জমজ দুই সন্তানের একটি ছেলে ও একটি মেয়ে। ছেলের নাম রেখেছেন মাতেও। মেয়ের নাম ইভা। তো সম্প্রতি রোনালদো ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ছেলে মাতেওকে কোলে নিয়েছেন বাবা রোনালদোকে। ইভার আশ্রয় হয়েছে ভাই ক্রিস্তিয়ানো জুনিয়রের কোলে। অনন্য এই ছবিটাই বিশেষ পছ্ন্দ হিসেবে বেছে নিয়েছেন রোনালদোর ভক্ত-অনুসারিরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপার স্টারের ভক্ত সংখ্যা ২০ কোটির উপরে। তার মধ্য থেকে ৪৭ লাখ ভক্ত-অনুসারি সেরা হিসেবে বেছে নিয়েছে ওই ছবিটাকে। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভক্ত-অনুসারির সংখ্যার উপরই নির্ভর করে আয়ের অঙ্কের ব্যাপারটা। যেখানে বিশাল অঙ্কের এই টাকা আয় করেও রোনালদো আছেন তিন নম্বরে। তাকে হারিয়ে ইনস্টাগ্রাম পোস্টে সর্বোচ্চ আয় করাদের তালিকায় এক ও দুই নম্বরে আছেন মার্কিন সংগীত শিল্পী-অভিনেত্রী সেলেনা গোমেজ ও রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট বা মন্তব্য পোস্ট করে সর্বোচ্চ আয়কারীদের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান হপার এইচকিউ। তালিকার এক নম্বরে থাকা ২৩ বছর বয়সী সেলেনা গোমেজের প্রতি ইনস্টাগ্রাম পোস্টে আয় ৪ লাখ ২৫ হাজার পাউন্ড। দুই নম্বরে থাকা কিম কার্দাশিয়ানের আয় ৩ লাখ ৮৭ হাজার পাউন্ড। বিশ্ব ক্রীড়াঙ্গনের মাত্র দুজন জায়গা পেয়েছেন তালিকার সেরা দশে। ফুটবলার একমাত্র রোনালদোই। ক্রীড়া তারকাদের মধ্যে আর আছেন শুধু যুক্তরাষ্ট্রের বাস্কেট বল তারকা জেমস লেব্রন। ১০ নম্বরে জায়গা পাওয়া জেমস লেব্রনের পোস্ট প্রতি আয় ৯৩ হাজার পাউন্ড। আর/১৭:১৪/০৬ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tk7rIg
July 07, 2017 at 12:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top