রোম, ১৫ জুলাই- ইতালির রাজধানী রোমের কর্নেলিয়া বাতিস্তিনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে স্থানীয় একটি পার্কে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় নারী, পুরুষ, যুবক ও শিশু সকলেই যেন পরিপূর্ণ ঈদের আনন্দে আত্মহারা হয়ে ওঠে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই মিলনমেলা। সম্প্রতি এই ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়। কর্নেলিয়া বাতিস্তিনিতে বসবাসরতরা ছাড়াও ছিল রোমের বাংলাদেশি বিভিন্ন সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন। অতিথিরা এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। তারা বলেন, প্রবাসের ঈদ ব্যস্ততায় কাটলেও এই ধরনের আয়োজন সকলের মধ্যে এক আন্তরিক সম্পর্কের সৃষ্টি করে। মুজাহিদ খাদেমের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী, বৃহত্তর ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ, কিটন শিকদার, ওলিউদ্দিন শামীম, জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ফাহমিদা সুলতানা ও লায়লা শাহ প্রমুখ। অনুষ্ঠানে নারী ও শিশুদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়। সেই সঙ্গে লাকি কুপনের বিজয়ীসহ বিভিন্ন খেলার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সাংস্কৃতিক আয়োজনে গান, কবিতা ও নাচ পরিবেশিত হয়। আর/১৭:১৪/১৫ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v3grjE
July 16, 2017 at 12:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top