কলকাতা, ০৯ জুলাই- দিনটি বরাবরই আর পাঁচটা দিনের চেয়ে আলাদা কাটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৮ জুলাই। প্রিয় নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গতকাল শনিবার সকাল থেকেই বেহালার বীরেন রায় রাডের বাড়ির বাইরে ভিড় ভক্তদের। ফুল-কেক নিয়ে উৎসবের প্রস্তুতি। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বৈঠক সেরে লন্ডন থেকে শনিবার কলকাতার বাড়িতে ফেরামাত্রই সমর্থকদের জয়ধ্বনি। পরনে ডেনিম জিন্স ও টি-শার্ট। সৌরভ বাড়িতে ঢুকে ডেকে নিলেন শুভেচ্ছা জানাতে আসা ভক্তদের। পরপর দুটি কেক কাটতে হল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। এই উপহারের মাঝেই স্পেশাল উপহার পেলেন কন্যা সানার থেকে। কী সেটা? শনিবার কলকাতার বাড়িতেই সংবাদমাধ্যমকে বলে দিলেন, সানার কাছ থেকে পাওয়া উপহার ভীষণ স্পেশ্যাল। এমনিতেই এর আগে সানার সঙ্গে একটি বিজ্ঞাপণী শুটিংয়ে অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন সৌরভ। নিজের কন্যার সঙ্গে সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার সানার শুভেচ্ছাই মহারাজের কাছে সব থকে স্পেশাল মনে হয়েছে। পরে হালকা মেজাজে বললেন, আর জন্মদিন পালন করে কী হবে? আমি তো বুড়ো হয়ে গিয়েছি। মধ্যরাত থেকেই টুইটার, ফেসবুকসহ সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে শুভেচ্ছাবার্তার বন্যা। শচিন টেন্ডুলকার, হরভজন সিংহ, অজিঙ্ক রাহানেরা টুইট করেছেন। বীরেন্দ্র শেবাগ টুইট করেছেন, টেস্ট ক্রিকেটে যা কিছু অর্জন করেছি সব তোমার জন্য। হ্যাপি বার্থডে দাদা। সৌরভ বিকেলে বললেন, বীরুর টুইট দেখেছি। এছাড়া আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছে। সকলকে জবাব দিতে পারিনি। কথায় কথায় চলে গেলেন ভারতীয় দলের প্রসঙ্গে। মহেন্দ্র সিং-ধোনি-যুবরাজ সিংদের নিয়ে প্রশ্ন উঠছে। সৌরভ বললেন, আমি মনে করি না ধোনি ও যুবরাজের যুগ শেষ হয়ে গিয়েছে। ওরা বড় ক্রিকেটার। সেই সঙ্গে বললেন, তবে ঋষভ পন্থকে খেলানো উচিত। নতুনদেরও সুযোগ দিতে হবে। ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে কে এগিয়ে রয়েছেন? উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সৌরভ বলছেন, যারা আবেদন করেছেন, প্রত্যেকেরই যোগ্যতা রয়েছে। যে কেউ হতে পারে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t1CbdS
July 10, 2017 at 01:51AM
09 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top