মন্ট্রিয়ল, ১১ জুলাই- বাংলাদেশ-কানাডা বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ জুলাই মন্ট্রিয়লে জাঁকজমকপূর্ণভাবে কম্বোডিয়ান বৌদ্ধমন্দিরে বৌদ্ধ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৌদ্ধ সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ধর্মদূত ভদন্ত সুমনাতিষ্য মহাথের (আমেরিকা)। বিশেষ অতিথি ছিলেন ড. হক শাবান। তিন পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ধর্মীয় অনুষ্ঠান সংঘদান, দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও তৃতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ট্রিয়লের সব সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে কীর্তন সহকারে পুষ্প বৃষ্টিতে বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। ওই কীর্তনে অংশ নেন কানাডা এনডিপি নেতা গ্রাহাম কার্পেন্টার ও বাঙালি সংস্কৃতি পরিষদের সম্পাদক সুকুমার ধর। অনুষ্ঠানে বাঙালি ছোট ছোট শিশুরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। বাংলাদেশ-কানাডা বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু জয় দত্ত বড়ুয়ার সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভদন্ত সুমনাতিষ্য। তিনি বলেন, প্রবাসে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের প্রবাসী প্রজন্মের মনে গেঁথে দিতে হবে, যাতে তারা বাংলা ভুলে না যায়। প্রধান অতিথিকে মানপত্র ও ক্রেস্ট দিয়ে বরণ করেন রিংকন বড়ুয়া ও সুশান্ত বড়ুয়া। অনুষ্ঠানে বক্তৃতা করেন ভদন্ত ধর্মালংকার ভিক্ষু, কানাডার এনডিপি নেতা গ্রাহাম কার্পেন্টার, অধ্যাপক বিদ্যুৎ ভৌমিক। প্রধান অতিথির জীবনী পাঠ করেন ভদন্ত আনন্দপ্রিয় ভিক্ষু। কীর্তনে অংশ নেন কুসুম বড়ুয়া, অশোক বড়ুয়া, প্রমোদ বড়ুয়া, রাজীব বড়ুয়া, আশীষ বড়ুয়া, ডালিম বড়ুয়া, সরন বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভদন্ত পান্না সিম, ভদন্ত চামব্রন। অতিথিদের পুষ্প দিয়ে বরণ করেন নিলু বড়ুয়া, শিপ্রা বড়ুয়া, পুষ্প রানী বড়ুয়া, সাদেরা সুজন, কবলা দেব, এডওয়ার্ড গোমেজ, অধ্যাপক আবুল আলম, সুজিত বড়ুয়া, বিনয় চাকমা, বিপ্লব বড়ুয়া, বাদল চন্দ্র সাহা, কিরণ বালা বড়ুয়া, তরুণ বড়ুয়া, গোপেন দেব, মালা বড়ুয়া, লিটন বড়ুয়া, ঝন্টু প্রমুখ। যেসব শিশুশিল্পী উদ্বোধনী সংগীত পরিবেশন করে তারা হলো, সপ্তষী বড়ুয়া, চৈতী বড়ুয়া, তুলি বড়ুয়া, সম্প্রতি বড়ুয়া, হৃদিতা বড়ুয়া, অবন্তিকা বড়ুয়া, সমৃদ্ধি বড়ুয়া ও স্নাতা বড়ুয়া। সভা সঞ্চালন করেন সুকান্ত বড়ুয়া ও রনঞ্জয় বড়ুয়া ছোটন। তৃতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন বেতারশিল্পী সফিউল ইসলাম, মাইকেল সাহা, জাহাঙ্গীর আলম, লিংকন বড়ুয়া, জয়শ্রী বড়ুয়া, সুইটি বড়ুয়া, সপ্তষী বড়ুয়া, স্নাতা বড়ুয়া, সম্প্রীতি বড়ুয়া, চৈতি বড়ুয়া, অবন্তিকা বড়ুয়া, সমৃদ্ধি বড়ুয়া প্রমুখ। সমবেত সংগীত পরিবেশন করেন মেরী বড়ুয়া, জয়শ্রী বড়ুয়া, অন্যতমা বড়ুয়া, কাকলি বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া, সুমি বড়ুয়া, চাদনী বড়ুয়া, নিপা বড়ুয়া, সম্পূর্ণা বড়ুয়া। কবিতা আবৃত্তি করেন হৃদিতা বড়ুয়া, সুশান্ত বড়ুয়া ও আলম। সংগীত অনুষ্ঠান সঞ্চালন করেন অন্যতমা বড়ুয়া মুন্নি। এআর/১৯:০৫/১১ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tE2vxU
July 12, 2017 at 01:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top