সুুুরমা টাইমস ডেস্ক: আধুনিক তথ্য প্রযুক্তি খুব একটা ব্যবহার করতে পারেন না শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার পরেও তার মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন তাকে। কিন্তু ভুয়া মনে করে কেউ একজন এই অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনু্ষ্ঠানে এই তথ্যটি জানিয়েছেন খোদ শিক্ষামন্ত্রী নাহিদ। তবে এই ব্লক করে দেয়ায় তিনি অখুশি নন বলে জানিয়েছেন। বলেন, ‘তবে বন্ধ হয়েছে, ভালো হয়েছে।’
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের স্নাতক (পাস) ও সমমান পযায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন মন্ত্রী।
চলতি বছর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক (পাস) ও সমমানের পযায়ে দুই লাখ ৫৪ হাজার ৫৩৩ শিক্ষার্থীকে ১৩৮ কোটি ৩৫ হাজার ৮৬০ টাকার উপবৃত্তি হিসেবে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে এক লাখ ৯২ হাজার ৪৫ জন ছাত্রী ও ৬২ হাজার ৪৮৮ জন ছাত্র। অনুষ্ঠানে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার খুব একটা বোঝেন না বলে স্বীকার করেন নাহিদ। বলেন, ‘আমি এসব তো কিছু বুঝি না! মোবাইলে কল করা, রিসিভ করা, এসএমএস দেওয়া ও এমএমএস পাওয়া, এটুকু বুঝি। এখন ফেইসবুক বের হয়েছে। তাও সেখানে ঢুকতে পারি না।’
নাহিদ বলেন, ‘আমার একটা ফেইসবুক আইডি বানিয়ে দিয়েছিল আমার মেয়ে, সেটা আবার কে একজন ব্লকড করিয়ে দিয়েছে।আমি নাকি ভুয়া লোক। চিন্তা করে দেখেন, আমাকে ভুয়া বলে ব্লকড করে দিয়েছে। এমন দুই নম্বরী ও জালিয়াতি কি হতে পারে?।’
অনুষ্ঠানে শিক্ষার বিস্তারে সরকারের উদ্যোগের বর্ণনা দিয়ে কিছু শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষকতায় পেশায় ঢুকেছেন, যারা ক্লাসে পড়ান না। ক্লাসে পড়ালেই তো শেষ হয়ে যায়, তা না করে সেই শিক্ষক নামদারী লোক বাইরে পড়ায়। ওই শিক্ষকই শিক্ষার্থীর বাবার কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষায় শিক্ষার্থীদের উত্তর বলে দিচ্ছে।’
কিছু শিক্ষক কেন্দ্রে পরীক্ষা শুরুর আগে আগে স্মার্ট ফোনের মাধ্যমে ছবি তুলে ছড়িয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেন মন্ত্রী। বলেন, ‘আমরা এসব ক্ষেত্রে স্মার্ট ফোন নিয়ে কেন্দ্রে না যেতে ও কালো গ্লাসের গাড়ি ব্যবহার বন্ধ করে দিয়েছি।’
এদের মধ্যে প্রিন্সিপাল, হেড মাস্টার ও অন্যান্য শিক্ষক রয়েছেন জানিয়ে নাহিদ বলেন, ‘তারা আমাদের শিক্ষকের কলঙ্ক, ওই ধরনের লোক শিক্ষক থাকতে পারবে না। সেটা আমাদের সবাইকে চিহ্নিত করতে হবে।’
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ডাচ-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sXXihV
July 14, 2017 at 06:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.