ঢাকা, ১২ জুলাই- অনিমেষ আইচ পরিচালিত ভয়ংকর সুন্দর আসছে ৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। ২ ঘণ্টা ১০ মিনিট ব্যাপ্তির ছবিটিকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল ড্রামা। ছবির ইংরেজি নাম কিলিং বিউটি। ট্যাগলাইন রাখা হয়েছেহোয়েন বিউটি কাম ডেঞ্জারাস। ভারতীয় লেখক মতি নন্দীর জলের ঘূর্ণি ও বকবক শব্দ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই। অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম সবুজ, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, শিল্পী সরকার অপু, অ্যালেন শুভ্র ও মাহমুদুল ইসলাম। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। ভয়ংকর সুন্দর ছবির টেলিভিশন পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। এ ছবির প্রচারে সহযোগিতার পাশাপাশি ওয়ার্ল্ড প্রিমিয়ার করবে চ্যানেলটি। এ ছবির মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার বড় পর্দায় অভিনয় করেছেন ভাবনা। ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। ভাবনা বললেন, আমার কাছে পুরো ছবির জার্নিটা খুব ইন্টারেস্টিং ছিল। প্রথম সিনেমাকে এতোটাই ভালোবেসেছি যে, শুটিং শেষ হওয়াতে খুব খারাপ লাগছিল। আর এ ইউনিটের কারো সঙ্গে দেখা হবে না ভেবে খুব কষ্ট লাগছিল। কেবলি ভাবনা হচ্ছিল, আহারে আমি আর নয়নতারা হয়ে অভিনয় করতে পারবো না! আর অনিমেষের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পারাটা দারুণ ব্যাপার। খুব যত্ন নিয়ে কাজটি করেছেন তিনি। এদিকে ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এ ছবির অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীরা। সাংবাদিকের সঙ্গে তারা কথা বলবেন এ সিনেমার নানান বিষয় নিয়ে। এছাড়াও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত থাকবেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান ও চ্যানেলটির উদ্ধর্তন কর্মকর্তা বৃন্দ। এআর/১৭:৩৩/১২ জুলাই



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t36BAZ
July 12, 2017 at 11:33PM
12 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top