বাঁকুড়া, ২০ জুলাই - বন্য প্রাণী সচেতনতার নিদর্শন রাখল বাঁকুড়া। এলাকার মানুষের প্রচেষ্টাতেই বাঁকুড়ার বনবিভাগ উদ্ধার করতে পারল তিনটি শাবক সহ একটি পূর্ণবয়স্ক গন্ধগোকুল। প্রাথমিক ভাবে চাঞ্চল্য ছড়ালেও সেটিকে উদ্ধারের জন্য বনবিভাগের হাতে তুলে দিতে সাহায্য করে এলাকাবাসীই। প্রায়ই বন্য প্রাণী লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা এখন প্রায়ই ঘটে থাকে। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে রাইপুর থানা গোড়াবাজারে এলাকায় জনৈক সৌমেন পালের বাড়ির সামনে রাখা কয়লার স্তূপের মধ্যে একটি এই প্রাণীটির দেখা মেলে। এমন অদ্ভুত দর্শন প্রাণীর খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। প্রাণীকে ঘিরে এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তবে সেই আতঙ্ক কাটিয়ে এলাকার মানুষ চটজলদি খবর দেন বাঁকুড়ার বনবিভাগের মটগোদা অফিসে। খবর পেয়েই বনদফতরের কর্মীরা এসে রাতেই তিনটি শাবক সহ পূর্ণবয়স্ক গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যান। শুক্রবার উদ্ধার হওয়া গন্ধগোকুল গুলিকে সুতানের জঙ্গলে ছাড়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর পাওয়া গেছে। জঙ্গলের মধ্যে এই প্রাণীটিকে মাঝে মধ্যেই দেখা যায়। তবে বাড়ি ঘর বেড়ে যাওয়ার ফলে মাঝেই মাঝেই এই ধরণের প্রাণী বাসস্থানের খোঁজে লোকালয়ে চলে আসে। অনেকক্ষেত্রেই বন্যপ্রাণীদের এমন লোকালয়ে প্রবেশের পর সেটিকে মেরে ফেলার ঘটনা খবরের পাতায় উঠে আসে। তবে বাঁকুড়ার ঘটনা মানুষের বন্য প্রাণ সচেতনতার প্রমাণ রাখল। কেএনপি/১৯:০৩/২০ জুলাই TAGS : civet cat, rescued, help, local people
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ttqj9w
July 21, 2017 at 01:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন