নয়া দিল্লি,০৪ জুলাই- ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জেমস টেলর সম্প্রতি তার সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছেন। টেলর দলে রেখেছেন তিন সাবেক ইংলিশ ক্রিকেটারকে। তাছাড়া, এই একাদশে জায়গা পেয়েছেন ভারত এবং অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার। একজন ক্রিকেটার আছেন পাকিস্তানে। মূলত টেলর তার দলটি সাজিয়েছেন ৫ জন ব্যাটসম্যান, একজন অলরাউন্ডার, উইকেটরক্ষক, দুই স্পিনার ও দুই পেসার নিয়ে । দলে আছেন বেশ কয়েকজন কাউন্টি ক্রিকেটারও। তিনি তার সেরা একাদশের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রেখেছেন ইংলিশ ক্রিকেটার এলিস্টার কুক ও ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারকে। একাদশের তিন ও চার নম্বরে আছেন যথাক্রমে ভিরাট কোহলি ও এবিডি ভিলিয়ার্স। এই একাদশের অধিনায়ক হিসেবে আছেন ভিরাট কোহলিই। পাঁচ নম্বরে আছেন আকারম্যান। আর ছয় নম্বরে আছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এই একাদশের উইকেটরক্ষক হিসেবে আছেন পল নক্সন। যিনি কাউন্টি ক্রিকেটে নিয়মিত উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন। বাঁহাতি স্পিনার ক্লাউড হেন্ডারসন আছেন আট নম্বরে। নয় নম্বরে আছেন কিংবদন্তী অজি স্পিনার শেন ওয়ার্ন। এই একাদশে শেষ দুই ক্রিকেটার হিসেবে আছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আকতার ও অজি পেসার মিচেল স্টার্ক। একাদশে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, উইন্ডিজ ও বাংলাদেশের কোনো ক্রিকেটারকে রাখেন নি টেলর। এআর/১৯:৩০/০৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ulHGG6
July 05, 2017 at 01:29AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন