তুফানগঞ্জ, ৩ জুলাইঃ ফলস সিলিং ভেঙে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জের বলরামপুর চৌপথী এলাকায়। সোমবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসে । রবিবার রাত প্রায় ১০ টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যান সোনার দোকানের মালিক মধুসুধন বসাক। সোমবার সকালে তিনি দোকান খুলে দেখেন, দোকানে রাখা সমস্ত সামগ্রী গায়েব। দোকানে রাখা নগদ ২০ হাজার টাকাও নেই । দেখা যায়, দোকানের ওপরে লাগানো ফলস সিলিং ভাঙা। দোকানের এই অবস্থা দেখে আশপাশের সবাইকে খবর দেন মধুসূদনবাবু। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। তদন্তে দেখা যায় ওই বাজারের অন্য একটি দোকানেও চুরির চেষ্টা করা হয়েছে । রাতে বাজারে সিভিক ভলান্টিয়ার পাহারায় থাকা সত্বেও কিভাবে চুরি হল তা নিয়ে প্রশ্ন উঠছে।
স্থানীয় বাসিন্দা ক্ষিতীশ কর্মকার, জিতেন্দ্রনাথ বসাক, সন্তোষকুমার বসাক জানান, ওই বাজারে মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে এই বাজারে নিরাপত্তা আরও বাড়ানোর দাবি জানান তাঁরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tgDbMX
July 03, 2017 at 12:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন