ঢাকা, ১০ জুলাই- ফেরদৌস। চিত্রনায়ক। সম্প্রতি বাংলাদেশ শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এ ছাড়াও তিনি ব্যস্ত একাধিক চলচ্চিত্রের কাজে। চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি_ নির্বাচনের এতদিন পর আপনি শপথ নিলেন কেন? নির্বাচনের পর আমি দেশের বাইরে গিয়েছিলাম। ফলে যে সময় নব নির্বাচিত কমিটি শপথ নিয়েছিল, সে সময় দেশে না থাকায় তাতে অংশ নিতে পারিনি। কদিন আগে দেশে ফিরেছি। যে কারণে গত শনিবার শিল্পী সমিতির কার্যালয়ের শপথ নিয়েছি। কিন্তু অনেকে বলছে, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে নাকি এতদিন শপথ নেননি? এ প্রশ্নটি আমি এর আগেও অনেকের কাছ থেকে শুনেছি। আবার অনেকে প্রশ্ন করছে, আমি নাকি মৌসুমীর জায়গায় শপথ নিচ্ছি! বিষয়টি হাস্যকর। শিল্পী সমিতির নির্বাচনে আমি একজন নির্বাচিত সদস্য। মৌসুমীর জায়গায় আমি কেন যাব? আমি আমার জায়গা থেকেই শপথ নিয়েছি। আর কারও সঙ্গে আমার দ্বন্দ্ব নেই। আমি মনে করি চলচ্চিত্রের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। এ বিষয়ে কিছু জানেন? নবনির্বাচিত কমিটির আন্দোলনের বিষয়ে আমি খুব অবগত নই। কারণ তারা যখন আন্দোলন করেছে, তখন আমি দেশে ছিলাম না। গত শনিবার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে শুনেছি। সমিতির পরবর্তী কার্যক্রম সম্পর্কেও অনেকের সঙ্গে কথা হয়েছে। এখন খুব শিগগির আমরা আমাদের নতুন কার্যক্রম শুরু করব। আপনিও তো যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন। যৌথ প্রযোজনার ছবিতে অনিয়ম, এ নিয়ে আপনার অবস্থান কী? আমি যৌথ প্রযোজনার চলচ্চিত্রের বিপক্ষে নই। তবে সেটা যদি হয় দেশের আইন মেনে। এখন শিল্পী থেকে শুরু করে কলাকুশলী সবাই সচেতন। প্রযোজক ও নির্মাতা যদি নিয়মগুলো মেনে ছবি নির্মাণ করেন, তবে লাভ দুপক্ষেরই হবে। চলচ্চিত্রের খবর বলুন? আমার হাতে ১০টি ছবির কাজ আছে। এগুলো নিয়েই এখন ব্যস্ত। আর/০৭:১৪/১০ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2v04kmL
July 10, 2017 at 02:24PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন