নাগরাকাটা, ৬ জুলাইঃ বুধবার রাতে নাগরাকাটার তিনটি স্কুলে হামলা চালাল দলছুট দাঁতাল হাতি। রাত বারোটা থেকে ভোর চারটে পর্যন্ত অনেকটা এলাকাজুড়ে তাণ্ডব চালায় দাঁতালটি। বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি করে। হাতির হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছেখয়েরবাড়ি স্টেট প্ল্যান প্রাইমারি স্কুল, সুখানি বস্তি প্রাইমারি স্কুল এবং নাগরাকাটা বস্তি শিশু শিক্ষাকেন্দ্র। স্কুলগুলির দেওয়াল ভেঙে ক্লাসঘরের ব্যাপক ক্ষতি করেছে গুন্ডা দাঁতালটি। চেয়ার-টেবিল, মিড ডে মিল রান্নার বাসনপত্র সহ নানা সামগ্রী গুঁড়িয়ে দিয়েছে। এমনই অবস্থা যে স্কুলের ওই ঘরগুলিতে ক্লাস হওয়া প্রায় অসম্ভব। ফলে বৃষ্টির মধ্যে কীভাবে স্কুল চলবে তা নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবক থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই। জলঢাকা জঙ্গল থেকে বেরিয়ে সারারাত হামলা চালিয়ে ভোরের দিকে হাতিটি জঙ্গলে ফিরে যায়।
ছবি- দাঁতালের হামলায় ক্ষতিগ্রস্ত স্কুল।-শুভজিত দত্ত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tOFUza
July 06, 2017 at 11:37AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন