নয়াদিল্লী, ২৩ জুলাই- শচিন টেন্ডুলকার চান ডিফেন্সে মন দেক মহেন্দ্র সিং ধোনি! কারণ এই কাজটি ভাল করেই পারবেন ক্রিকেট ইতিহাসের এই অন্যতম সেরা ফিনিশার। আর নিজের স্বপ্নের একাদশে ডিফেন্সিং মুডে দেখতে চান ধোনিকে। কিন্তু যে আক্রমণাত্মক খেলার জন্য এত নাম মাহির, সেই সুযোগ তাকে কেন দিতে চান না শচিন। আসলে খেলাটা ক্রিকেট নয়, কাবাডি। সেই খেলাতে ধোনিকে এই পজিশনে দেখতে চান মাস্টার ব্লাস্টার। প্রো কবাডি লিগের পঞ্চম মৌসুম শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। এ বার চারটি নতুন দলকে দেখা যাবে। শচিনের তামিল থালাইভাসদল তার মধ্যে অন্যতম। চেন্নাইয়ে দলের জার্সি উদ্বোধন করতে এসেছিলেন শচিন। তখন তাকে একটি স্বপ্নের কবাডি দল নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু শর্ত দেয়া হয়, এই দলে থাকবেন না পেশাদার কবাডি খেলোয়াড়রা। শচিন বিন্দুমাত্র না ভেবে দুজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলা শুরু করেন। তাতে একজনের নাম ধোনি। অন্যজন শঙ্কর মহাদেবন। শচিনের মতে, একজন ডিফেন্ডার বাছতে হলে আমি ধোনিকে বেছে নেব ও খুব একটি মিস করবে না এবং ওই পজিশনে দারুণ খেলবে। শঙ্কর মহাদেবনকে নেয়ার পেছনে শচিনের সিদ্ধান্তের কারণ তার গাওয়া ব্রেথলেসগান! তার শ্বাস ধরে রাখার ক্ষমতার জন্যই তিনি রেইডারপজিশনে খুব ভাল খেলবেন বলে মনে করেন শচিন। প্রসঙ্গত, ২৮ জুলাই প্রতিযোগিতার প্রথম ম্যাচে শচিনের দল মুখোমুখি হচ্ছে তেলুগু টাইটানসের।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uOlh6L
July 24, 2017 at 07:38AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন