কলম্বো, ১৪ জুলাই- ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের ২৮ বছর পর আবার ওয়ানডেতে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ভারত। নিঃসন্দেহে ক্রিকেটের দেশটির সেরা সাফল্যগুলোর মধ্যে এটিও একটি। তবে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ভারতের সেই সাফল্যে কলঙ্ক দেখছেন। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই অধিনায়ক মনে করছেন, সেবার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা পাতানো ছিল। এমনটি না হলে শ্রীলঙ্কাই সেদিন বিশ্বকাপ জিতত। আট বছর পর পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে। ২০০৯ সালে যে শ্রীলঙ্কা দলের ওপর হামলার কারণে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল, সেই শ্রীলঙ্কা দলই পাকিস্তান সফর করতে সম্মত হয়েছে। তবে শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা মনে করছেন, পাকিস্তান সফরে যাওয়ার আগে ২০০৯ সালের সফর নিয়ে তদন্ত হওয়া উচিত। জীবন ঝুঁকিতে ফেলে কেন সেবার ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাঠানো হয়েছিল? কারা এই সফরের সূচি তৈরি করেছিল? হামলার মূল উদ্দেশ্য কী ছিল, এসব বিষয় খতিয়ে দেখা উচিত। সাঙ্গাকারার এমন প্রশ্নের পর ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা নিয়ে প্রশ্ন তুললেন রানাতুঙ্গা। তিনি মনে করেন রহস্যজনকভাবে সেদিন ফাইনালে হেরে যায় ভারত। এই ম্যাচটি নিয়েও তদন্ত হোক। ২০১১ সালের সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। অপরদিকে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে লঙ্কানরা। টস জিতে প্রথমে ব্যাট করে মাহেলা জয়াবর্ধনের (১০৩) অপরাজিত শতকে ছয় উইকেটে ২৭৪ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে টেন্ডুলকার-শেবাগ দ্রুত প্যাভিলিয়নে ফিরলেও গৌতম গম্ভীর, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ জিতে ট্রফি বগলদাবা করে ভারত। তবে সেদিনের ফাইনাল নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে রানাতুঙ্গার। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, আমি সেদিন মাঠে থেকে ধারাভাষ্য করছিলাম। দলের পরাজয়টা আমাকে কষ্ট দিয়েছে। এই ম্যাচ নিয়ে শুরু থেকেই সন্দেহ রয়েছে আমার। সেদিন ফাইনালে কী ঘটেছিল, সেটা জানা দরকার। এখনই সব কিছু প্রকাশ করতে পারছি না, তবে একদিন সবাই সবকিছু জেনে যাবে। কারো নাম না বললেও রানাতুঙ্গা মনে করেন সেই ম্যাচে ম্যাচ ফিক্সিং করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা। কারণ লঙ্কার দুর্বল ফিল্ডিং ও ঢিলেঢালা বোলিংয়ের কারণে সেই ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারত। এর আগে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু) একটি গোপন প্রতিবেদনে জানিয়েছিল, ২০১১ সালে বিশ্বকাপে কিছু ম্যাচ পাতানো ছিল বলে তারা সন্দেহ করছে। যুক্তরাজ্যভিত্তিক ডেইলি মেইল এমন খবর প্রকাশ করে। আর/১০:১৪/১৪ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sYWuJH
July 15, 2017 at 05:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন