সুরমা টাইমস ডেস্ক : জনগণকেই নিজের শক্তি ও অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতি আহবান জানিয়েছেন, তারা যেন নিজেদের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে জনগণের থেকে বিচ্ছিন্ন না করেন। তিনি বলেন, ‘তারাই (জনগণ) আমার কাছে সবকিছু। তারা আমার শক্তি ও প্রেরণার উৎস। তাই আমি এসএসএফ সদস্যদের বলতে চাই, আমি যেন জনগণের থেকে বিচ্ছিন্ন না হই, তা নিশ্চিত করবেন।’
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার (১৫ জুলাই) বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত ‘দরবারে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের জন্য কাজ করি, জনগণের জন্যই রাজনীতি করি। সেই জনগণের সঙ্গেই যদি না থাকতে পারি, তাদের পাশে যদি না থাকতে পারি, তাহলে এ জীবন অর্থহীন। জলের মাছ ডাঙ্গায় ফেলা হলে মাছ যেমন ছটপট করে মরে, জনগণ থেকে আলাদা করে আমাদেরও একই অবস্থা হয়। জনগণের সঙ্গে যদি না থাকতে পারি, তবে সে জীবন আমি চাই না।’ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর জনগণই তার জীবনীশক্তি হিসেবে কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি। এসএসএফ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যেন এটা মনে রাখে, সেই আহ্বান জানান শেখ হাসিনা।
এক বোন ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের সব সদস্য হারানো প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের জন্যই আমরা কাজ। নিরাপত্তার ব্যাপারে আমি বলবো, আমি নিজের জন্য কখনও চিন্তা করি না। আমি মৃত্যুকে ভয় পাই না।’
১৯৮১ সালে নানান প্রতিবন্ধকতা অতিক্রম করে কঠিন পরিস্থিতিতে দেশে ফিরে আসার কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা, ভাই-বোন হারিয়ে যখন দেশে এসেছি, সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছি।’ তারাই আমার সব। তাদের কাছ থেকেই শক্তি পাই, প্রেরণা পাই। এ কথাটা মনে রাখতে হবে।’
সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত এসএসএফ এই দরবারের আয়োজন করে। দরবারে স্বাগত বক্তব্য রাখেন এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে এসএসএফের বিভিন্ন কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলী, তিন বাহিনীর প্রধানগণ এবং জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tWFZzb
July 15, 2017 at 08:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন