‘রকিব মার্কা’ নির্বাচনই করতে চাচ্ছেন সিইসি —রিজভী

নিজস্ব প্রতিবেদক ● প্রধান নির্বাচন কমিশনার ‘রকিব মার্কা’ নির্বাচন করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে কুমিল্লার বাদুরতলা ধর্মসাগরপাড়ার জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কেএম নুরুল হুদার উদ্দেশে করে রুহুল কবির রিজভী বলেন, সরকার আপনাকে হ্যারিকেন দিয়ে খুঁজে এনে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। এখন আপনি প্রধানমন্ত্রীর সুরেই কথা বলছেন। সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনি কাজ করছেন। আপনি ‘রকিব মার্কা’ নির্বাচনের মতোই নির্বাচন করতে চাচ্ছেন। আপনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কঠিন হবে। তাই এ নির্বাচন কমিশন শেখ হাসিনার, দেশের জনগণের নয়।

মশা মারার নামে লাখ লাখ টাকা লোপাট করা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, দেশের ১৮ লাখ মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। কিন্তু সরকার এটিকে মহামারি বলতে নারাজ।

রিজভী বলেন, দুর্গত অঞ্চলে ত্রাণ নেই। মানুষ বহু কষ্টে জীবন-যাপন করছে। সরকারের এ ব্যর্থতাকে আড়াল করতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্ত্রি ছড়ানো হচ্ছে। বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন,  তিনি দেশ ছাড়েননি; বরং দেশ ছেড়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাক মিয়া, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হুদাসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

The post ‘রকিব মার্কা’ নির্বাচনই করতে চাচ্ছেন সিইসি —রিজভী appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2tHcCyQ

July 19, 2017 at 11:25PM
19 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top