কুমিল্লা জিলা স্কুলের ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা জিলা স্কুলের ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা জিলা স্কুল হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তারের সভাপতিত্বে কুমিল্লা জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক, বিভিন্ন ব্যাচের ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ২০ জুলাই কুমিল্লা জিলা স্কুলের ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় আলোচনার মাধ্যমে ২০ জুলাই সকাল থেকে র‌্যালি, আলোচনা, যেমন খুশি তেমন সাজ, মধ্যাহ্ন ভোজসহ নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক একেএম হাবিব উল্লাহ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমান, ’৭২ ব্যাচের মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, ১৯৭৮ ব্যাচের প্রকৌশলী আবুল বাশার, ’৭৮ ব্যাচের কাজী জাবেদ ইকবাল, কাজী ফখরুল আলম, মাহবুব মেহেদী, ডা. মো. মুজিবুর রহমান, হাসান আসিফ চৌধুরী, মো. হাসান তারেক, ’৮৫ ব্যাচের ইকবাল হোসেন, ’৮৬ ব্যাচের মোজাম্মেল হক, ডা. মো. শাকিল আহমেদ, ’৮০ ব্যাচের কাউন্সিলর ইমরান বাচ্চু, ’৯১ ব্যাচের কৃষ্ণ গোপাল, ’৭৭ ব্যাচের মোস্তাফিজুর রহমান, এ কে এম শাখাওয়াত হোসেন ফারুক, ’০২ ব্যাচের সোহাগ চক্রবর্তী, ’৯১ ব্যাচের ডা. জাহেদুর রহমান মজুমদার, মো. শামসুজ্জামান, ’৯০ ব্যাচের সোহেল ইবনে মহিউদ্দিন, ’৭৭ ব্যাচের আবু তাহের তপন, ’৭৬ ব্যাচের জাহাঙ্গীর কবির, ’৭৩ ব্যাচের আবদুল কুদ্দুস, মো. মোবারক হোসেন সেলিম, ’১৪ ব্যাচের মো. মিনহাজ, ’১২ ব্যাচের নিজাম উদ্দিন, ’৯১ ব্যাচের কাউসার ছলিম উল্লাহ ফারুক, ’৮৭ ব্যাচের মো. শামীম হায়দার, ’৭৮ ব্যাচের ড. খুরশিদ সাঈদী, ’৯১ ব্যাচের মো. মোখলেছুর রহমান, মো. হালিম মোল্লা, শাখাওয়াত খান দিপক, ’৮৬ ব্যাচের শিহাব উদ্দিন বাবু প্রমুখ।

The post কুমিল্লা জিলা স্কুলের ১৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2vd2nmY

July 12, 2017 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top