বন্ধ তুলছে না মোর্চা, বাড়ছে আন্দোলনের তীব্রতা

মিরিক, ১১ জুলাইঃ পাহাড়ে বন্‌ধ তুলছে না গোর্খা জনমুক্তি মোর্চা। এমনকি বন্‌ধ শিথিল করাও হচ্ছে না। শুধু তাই নয় আগামী ১৪ জুলাইয়ের মধ্যে পাহাড়ের সমস্ত বোর্ড চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বোর্ডের সদস্যদের পদ ছাড়ার নির্দেশ দিয়েছে মোর্চা। দলের সহ সম্পাদক বিনয় তামাং আজ মিরিকে সর্বদলীয় বৈঠকের পর একথা জানিয়ে দিয়েছেন।

মোর্চার তরফে জানানো হয়েছে, পাহাড়ে বন্‌ধ চলবে। আগামী ১৫ জুলাই থেকে দার্জিলিংয়ের ম্যালে আমরণ অনশনে বসবে মোর্চা সমর্থকরা। এর আগে ১৪ জুলাই সমস্ত বোর্ড চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বোর্ডের সদস্যদের পদত্যাগপত্র জমা করারও নির্দেশ দেওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব গোর্খাল্যান্ড মুভমেন্ট কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে একদল মোর্চা সমর্থকরা দিল্লির যন্তরমন্তরে ধরনার দেবে বলেও জানিয়েছে মোর্চা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uMeB6Z

July 11, 2017 at 05:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top