ঢাকা, ০৪ জুলাই- ইমরানের গাওয়া আমার ইচ্ছে কোথায় গানটির মিউজিক ভিডিওটি বাংলা গানের যুবরাজখ্যাত শিল্পী আসিফ আকবর শেয়ার করেছেন। এর আগে তিনি হাবিব ওয়াহিদসহ আরও বেশ কয়েকজন কণ্ঠশিল্পীর গান শেয়ার করেন। এভাবে নিজের ফ্যানপেজে অন্য শিল্পীর গানের লিংক শেয়ার করে সঙ্গীতাঙ্গণে নতুন ধারা বা ইতিবাচক সংস্কৃতি প্রথম চালু করলেন আসিফ আকবর। শুধু গান শেয়ার করেই ক্ষ্যান্ত হননি ইমরানের গানের প্রশংসাও করেছেন আসিফ আকবর। গানটি গত ২৭ জুন আসিফ আকবর তার ৩১ লাখের ফেসবুক পেজে শেয়ার করেন। তিনি লেখেন, ইমরান এই প্রজন্মের জনপ্রিয় গায়ক, আমার অত্যন্ত স্নেহের ছোটভাই। আমার ইচ্ছে কোথায় শিরোনামের চমৎকার কথা প্রধান এই গানটি আমার ভালো লেগেছে। আশা করছি গানটি আপনাদেরও ভালো লাগবে। ইমরানের জন্য অনেক শুভ কামনা রইলো.. ইতোমধ্যে আমার ইচ্ছে কোথায় গানটি ইউটিউবে ৪ লাখ ১১ হাজার ভিউয়ার্স দেখেছে। দেশের শীর্ষন্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে গানটি। আমার ইচ্ছে কোথায় শিরোনামে এই গানটির ভিডিওতে তাঁর সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার মেয়ে মৌমিতা হরি। তোমার ইচ্ছেই তো সব/আমার ইচ্ছে কোথায়/পাশে থেকেও যেন ভিন্ন চিলেকোঠায়..আমার ইচ্ছে কোথায়..- এমন চমৎকার শিরোনামের গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও অনন্য ফিউশন কম্পোজিশন করেছেন শিল্পী নিজেই। আর গানটির দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। আসিফ আকবর বলেছেন, আমাদের যারা তরুণ শিল্পী তাদের ভালো কাজে সবার উৎসাহ দেয়া উচিত। এতে তারা আরও ভালো গান তৈরিতে অনুপ্রাণিত হবে। এদিকে আসিফ আকবরের পথ ধরে শ্রোতাপ্রিয় শিল্পী ধ্রুব গুহও তার ফেসবুক পাতায় অন্য শিল্পী ও কোম্পানির গান শেয়ার করছেন। তিনি দেশের শীর্ষস্থানীয় গান প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশনের কর্নধার। ধ্রুব গুহ অন্য কোম্পানির গানের লিংক নিজের ফেসবুক পাতায় শেয়ার করে শুভ কামনা জানাচ্ছেন। সঙ্গীতাঙ্গনের অনেকেই এই সংস্কৃতি চর্চার প্রশংসা করছেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2tJveTi
July 04, 2017 at 07:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন