এখনও অস্থির সিলেটের চালের বাজার!

নিজস্ব প্রতিবেদক : সিলেটে অস্থির চালের বাজারের লাগাম কোনোভাবেই টেনে ধরা যাচ্ছে না। নানা উদ্যোগ আর কঠোর মনিটরিং কোনো কিছুতেই থামছে না চালের ঊর্ধ্বগতি। চালের বাজারকে সহনীয় করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও কাজে আসছে না কিছুই। ঈদের আগে কয়েক দফা দাম বেড়ে মোটা চাল বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫০ টাকা কেজিতে।

একটু ভালো মানের অন্য চালের দাম গিয়ে ঠেকে ৬২ টাকায়। এর পরিপ্রেক্ষিতে চালের বাজার নিয়ন্ত্রণে সরকার চালের আমদানি শুল্কহার ২৮ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ, ব্যবসায়ীদের জন্য বাকিতে এলসি খোলার সুযোগ ও ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল আমদানির ঘোষণা দেয়। এসব উদ্যোগের ফলে ঈদের পর দাম কেজিপ্রতি কমপক্ষে ৬ টাকা কমার আশা করলেও এখনও অস্থির চালের বাজার।

সরকারের এসব উদ্যোগের কোনোটারই প্রভাব এখনও সিলেটের চালের বাজারে পড়তে শুরু করেনি। সংশ্লিষ্টরা বলছেন, চালের বাজারে ঈদের আগে যে অস্থিরতা ছিল এখনও তা রয়ে গেছে। তবে চাল ব্যবসায়ীরা বলছেন, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে অর্থাত্ ভিয়েতনাম থেকে চাল দেশে পৌঁছলেই চালের দাম কেমন হবে তা জানা যাবে। গতকাল নগরীর কালীঘাট, কাজিরবাজার, বন্দরবাজার ও আম্বরখানাসহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়-স্বর্ণা, আটাশ পাইজাম ও চায়না ইরির মতো ভালো মানের মোটা চাল ঈদের আগের মতো চড়া দামে অর্থাত্ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নিম্নমানের মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকা দরে।

আমদানি শুল্ক কমেছে, চালের দাম কমবে কি না-এমন প্রশ্নের জবাবে কালীঘাটের কয়েকজন চালের আড়ৎদার বলেন সিলেট থেকে আমরা সরাসরি চাল আমদানি করতে পারি না। আর যদি অন্য এলাকা দিয়ে চাল আমদানি হয় তাহলে সিলেট পর্যন্ত পৌঁছাতে খরচ কিছুটা কম পড়বে। এতে চালের দাম কিছুটা কমবে।তারা আরও বলেন চালের দাম কমানোর জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরপর থেকেই চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। আরও কয়েক দিন গেলে চালের দাম কমবে বলে তারা আশা প্রকাশ করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t5abZO

July 02, 2017 at 05:40PM
02 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top