ঢাকা, ১৯ জুলাই- বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর আসছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করেছে। আসন্ন ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল সিজন ফাইভের প্লেয়ার্স ড্রাফট। যদিও আগে থেকে শুরু হয়েছে আইকন ক্রিকেটার বাছাই, সঙ্গে চলছে বিদেশি তারকা ক্রিকেটারদের দলে নেয়ার প্রচেষ্টা। টুর্নামেন্ট শুরুর আগে ২ নভেম্বর মিরপুরে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। এরপর ৪ নভেম্বর থেকে শূরু হবে বিপিএলের মূল আসর। এবারের আসরে ম্যাচের সংখ্যা ৬০। প্রথম পর্ব, এলিমিনিটির পর্ব, প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। বিপিএলের গ্রাউন্ডস স্বত্ব পেয়েছে ঢাকা কমিউনিকেশন।আসরে বিদেশী খেলোয়াড়দের নিবন্ধনে কোনো সুনির্দিষ্ট নীতিমালা প্রদান করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই নিজ উদ্যোগেই বিদেশী খেলোয়াড়দের দলে টানতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। জেনে নিন, এবার বিপিএলে বিদেশি খেলোয়াড় কে কোন দলে খেলবেন:- ঢাকা ডাইনামাইটসঃ আইকন- (সাকিব আল হাসান) বিদেশি খেলোয়াড়- কুমারা সাঙ্গাকারা, শেন ওয়াটসন, সুনিল নারিন, শহীদ আফ্রিদি, এভিন লুইস, এসলে গুনারত্নে, মোঃ আমির, নিরশান ডিকওয়ালা, রসফোর্ড বেটন, রেভমন পাওয়েল। খুলনা টাইটানসঃ আইকন- (মাহমুদুল্লাহ রিয়াদ) বিদেশি খেলোয়াড়- ক্রিস লিন, জুনায়েদ খান, রাউলি রুশো, শাদাব খান, শারফরাজ আহমেদ, কাইল অ্যাবট, এস প্রসন্ন। রংপুর রাইডারসঃ আইকন- মাশরাফি বিন মর্তুজা (সম্ভাব্য) বিদেশি খেলোয়াড়- থিসারা পেরেরা, স্যামুয়েল বদ্রি, রবি বোপারা, ক্রিস গেইল। কুমিল্লা ভিক্টোরিয়ানসঃ আইকন-তামিম ইকবাল (সম্ভাব্য) বিদেশি খেলোয়াড়- রাশিদ খান, কলিন মুনরো, শোয়েব মালিক, এঞ্জেলো মাথিউজ, মোঃ নবী, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুঃ। রাজশাহী কিংসঃ আইকন- মুশফিকুর রহিম (সম্ভাব্য) বিদেশি খেলোয়াড়- লেন্ডল সিমন্স, মালকম ওয়ালার, সামিট প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিন, ড্যারেন সামি। উল্লেখ্য, এবারের বিপিএলে ৮ টি দল অংশ গ্রহন করবে। এখানে ৫ টি দলের তথ্য দেওয়া। বাকি ৩ টিমের কোন তথ্য নেই। তাদের কোন আপডেট জানা যায়নি। হয়তো শেষ দিকে তারা নিজেদের দলের কথা জানান দিবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2vkpZr0
July 20, 2017 at 06:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন