জেলে প্রাক্তন মন্ত্রীর সমতুল্য সুবিধার দাবি প্রজাপতির

লখনউ, ৮ জুলাইঃ সাধারণ বন্দিদের মতো নয়, একজন প্রাক্তন মন্ত্রীর সমতুল্য সুবিধা দিতে হবে। লখনউয়ের জেলাশাসক কৌশল রাজ শর্মার কাছে এমনই একগুচ্ছ দাবিদাওয়া পেশ করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপতি।

এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বর্তমানে জেলবন্দি প্রজাপতি। তবে আর পাঁচজন সাধারণ বন্দির মতো দিন কাটাতে নারাজ সমাজবাদী পার্টির এই নেতা। গতকাল জেল পরিদর্শনে গিয়েছিলেন লখনউয়ের জেলাশাসক কৌশল রাজ শর্মা। তাঁকে কাছে পেয়ে সরাসরি নিজের দাবিদাওয়া পেশ করেন প্রজাপতি। তাঁর দাবি, সাধারণ বন্দিদের মতো নয়, একজন প্রাক্তন মন্ত্রী বা বিধায়ক যে মর্যাদা পান তার সমগোত্রীয় সুযোগসুবিধা জেলের মধ্যেই তাঁকে দিতে হবে। এবিষয়ে জেল প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসন এবং আদালতের কাছে আবেদন জানাবেন তিনি।

জেলাশাসক জানিয়েছেন, আইনির চৌহদ্দির মধ্যে থেকে জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যা যা করণীয় তাই করা হবে। তবে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক, এটাই চাইছেন লখনউয়ের জেলা শাসক।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tXLEXL

July 08, 2017 at 08:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top