“একজন সুস্থ মানুষ যেভাবে জার্নি করে সেভাবেই উনাকে আমরা পেয়েছি”-ডিআইজি দিদার।

সুরমা টাইমস ডেস্ক::

ঢাকা থেকে নিখোঁজ ফরহাদ মজহারকে যশোরে উদ্ধারের পর পুলিশ জানিয়েছে ফরহাদ মজহার সুস্থ-স্বাভাবিক মানুষের মতই ভ্রমণ করেছেন, এবং তার সঙ্গে একটি ব্যাগ ছিল, গেঞ্জি ছিল। কিছু টাকাও ছিল। এমনকি মোবাইল চার্জার নিতেও ভোলেননি তিনি।

সোমবার মধ্যরাতে খুলনার ফুলতলা থানায় এক সংবাদ সম্মেলনে প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক দিদার আহম্মেদ সহ অন্যান্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

তার ঘণ্টাখানেক আগে যশোরে ঢাকাগামী একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের কথা জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলনে ডিআইজির সঙ্গে র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলামও ছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ফরহাদ মজহারকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায়ই পেয়েছেন তারা।

ডিআইজি দিদার বলেন, “একজন সুস্থ মানুষ যেভাবে জার্নি করে, সেভাবেই তিনি ছিলেন। তার সঙ্গে একটি ব্যাগ ছিল, গেঞ্জি ছিল। কিছু টাকাও ছিল। এমনকি মোবাইল চার্জার নিতেও ভোলেননি তিনি।”

সোমবার ভোরে ঢাকার শ্যামলীর রিং রোডের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর যশোরে পাওয়া যায় ফরহাদ মজহারকে। এর মধ্যে তার পরিবার থানায় অপহরণের অভিযোগ করে। নিখোঁজ অবস্থায় একাধিকবার ফোন করে তিনি নিজের মুক্তিপণের বিষয়েও সঙ্গিনী ফরিদা আখতারের সঙ্গে কথা বলেছিলেন।

কিন্তু র‌্যাব অপহরণেরে কোনো ইঙ্গিত পায়নি জানিয়ে ডিআইজি দিদার বলেন, “একজন সুস্থ মানুষ যেভাবে জার্নি করে সেভাবেই উনাকে আমরা পেয়েছি। এতে করে অপহরণের বিষয়টি প্রমাণ হয় না। মনে হয় না এটা অপহরণ।”

সেক্ষেত্রে ফরহাদ মজহার অপহরণের নাটক সাজিয়েছেন বলে মনে করেন কি না- সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “প্রাথমিকভাবে তাই মনে হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা পারিপার্শ্বিকতায় এটাই প্রমাণ করে যে উনি স্বেচ্ছায় ঘর থেকে বের হয়েছেন। তবে আরও তদন্ত করতে হবে।”

সুস্থ হলেও ৭০ বছর বয়সী ফরহাদ মজহার ক্লান্ত বলে তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে ডিআইজি জানান। তাকে ঢাকার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সকালে পুলিশ সদর দপ্তর থেকে খবর পাওয়ার পর র‌্যাব-পুলিশ সম্মিলিতভাবে কাজ করে ফরহাদ মজহারের হদিস বের করে বলে জানান দিদার।

হদিস মেলার তিন ঘণ্টা আগে ফরহাদ মজহারকে খুলনায় নিজের রেস্তোরাঁয় দেখার দাবি করেছিলেন ‘নিউ গ্রিল হাউস’র মালিক আব্দুল মান্নান।

র‌্যাব কর্মকর্তা রফিকুল বলেন, “গ্রিল হাউজের ওখানে তিনি খেয়েছেন, এ তথ্য পাওয়ার পর আমাদের মাথায় আসে উনি হয়ত ঢাকায় যেতে পারেন। পরে আমরা খোঁজখবর করে তাকে ফলো করে নোয়াপাড়ায় এসে তাকে পাই।”

খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের কথা জানায় র‌্যাব।

এদিকে, নিখোঁজের ১৮ ঘণ্টার পর কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে উদ্ধার পাওয়ায় তাঁর সঙ্গিনী ফরিদা আখতার আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।

সঙ্গির উদ্ধার পাবার সংবাদ পাবার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি জানান, আমাদের শুধু জানানো হয়েছে তাঁকে উদ্ধার করা হয়েছে এবং তিনি নিরাপদে আছেন।

তিনি আরও জানান, এখনো তাঁকে আমরা ফেরত পায়নি যার কারণে উৎকণ্ঠায় আছি তবে এতটুকু জানতে পেরেছি যে তিনি সুস্থ আছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2smkGoN

July 04, 2017 at 07:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top