কলকাতা, ০৪ জুলাই- তৃণমূল সাংসদ সুগত বসুর বাড়িতে হামলা করায় ছয় তোলাবাজকে গ্রেফতার করল পুলিশ৷ সোমবার রাতে তাদের গ্রেফতার করেছে বালিগঞ্জ থানার পুলিশ৷ সিন্ডিকেট রাজের খপ্পরে পড়লেন খোদ তৃণমূল কংগ্রেসের যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সুগত বসু৷ তাকে শাসানোর অভিযোগ উঠল ছজন তোলাবাজের বিরুদ্ধে। জানা গিয়েছে, সোমবার দুপুরে তাঁর বাড়ির বারান্দায় সারাইয়ের কাজ চলাকালীন অজ্ঞাত পরিচয়ের ছয় তোলাবাজ এসে প্রথমে বচসা শুরু করে মিস্ত্রীদের সঙ্গে৷ চিৎকার শুনে বাড়ির লোকেরা বাইরে এলে তাদের সঙ্গেও কথা কাটাকাটি শুরু করেন ওই যুবকরা৷ শাসানির সুরে তাঁদের কাছে জানতে চাওয়া হয় মেরামতির জন্য বরাত কাকে দেওয়া হয়েছে? বালি সিমেন্ট কোথা থেকে নেওয়া হয়েছে? অভিযোগ, একজন সাংসদের বাড়ি জানতে পেরেও দমে যায়নি ওই যুবকরা৷ উল্টে এমনকি তৃণমূল সাংসদ তথা ইতিহাসবিদ সুগত বসুর সঙ্গেও অভব্য ব্যবহার শুরু করে তারা৷ তাদের নাম জিজ্ঞেস করতে, বাড়ি থেকে চম্পট দেয় যুবকরা। জানা গিয়েছে, এরপরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কলকাতা দক্ষিণের সাংসদ সুব্রত বক্সীকে ফোন করা হয়৷ খবর পেয়েই বাড়িতে যায় বালিগঞ্জ থানার পুলিশ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2uEOQ7H
July 04, 2017 at 04:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন