রায়গঞ্জে চলছে ব্যবসা বনধ

রায়গঞ্জ, ১৬ জুলাইঃ রায়গঞ্জে রবিবারও চলছে ব্যবসায়ীদের বনধ। তবে প্রশাসনিক আশ্বাসে অনির্দিষ্ট কালের বনধের বদলে ৪৮ ঘন্টা ব্যবসা বনধের ডাক দিয়েছে ব্যবসায়ী সংগঠন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। দোকান পাট খোলেনি আজকেও। পাশাপাশি বাসস্ট্যান্ডের শ্রমিকরা পালন করছেন কর্মবিরতি। তাঁদের দাবি, বিজেপির ডাকা ৯ তারিখের বনধে প্রচুর পুলিশ ছিল বাসস্ট্যান্ডে। পাশাপাশি বাসস্ট্যান্ডের থেকে ঢিল ছোড়া দুরত্বে থানা। তাহলে কীভাবে দুষ্কৃতীরা বাসস্ট্যান্ডে ভিতরে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার করতে পারল? কেন এখনও অন্য তিন দুষ্কৃতীকে ধরতে পারছে না পুলিশ, সেই প্রশ্নও তুলেছেন বাসস্ট্যান্ডে কর্মরতরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2uwqTDF

July 16, 2017 at 10:59AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top