মৌলভীবাজারে অপহরনের চারদিন পর শিশুর লাশ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি :: মৌলভীবাজারে সদর সাধুহাটি গ্রামের ছয় বছরের একটি শিশু অপহরনের চারদিন পর পাশের বাড়ী থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সদর উপজেলার সাধুহাটি গ্রামের ওমান প্রবাসী কয়েস মিয়ার ছয় বছরের শিশু পুত্র কামরান আহমদ তামিম গত ২৯ জুন সকালে বাড়ী থেকে নিখোঁজ হয়। এই দিন বিকেলে তামিমের মা শিল্পী বেগমের মোবাইল ফোনে অপরিচিত নাম্বার থেকে ৫ লাখ টাকা মুক্তিপন চেয়ে ফোন আসে। এরপর গত ১ জুলাই মৌলভীবাজার মডেল থানায় অপহরন মামলা করেন তামিমের পরিবার।

মোবাইল ফোনের সূত্র ধরে আজ ভোর রাতে পুলিশ অভিযান চালায় একই গ্রামে নিহত তামিমের পাশের বাড়ীর আল আমিনের ঘরে। সেখানে ঘরের ভীতরে খাটের নীচে মাটি খুঁড়ে তামিমের লাশ উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১৪ জনকে আটক করা হয়েছে। মুক্তিপনের টাকা না পেয়ে তামিমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। শিশু তামিমের মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2t9AsWV

July 03, 2017 at 09:41PM
03 Jul 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top